এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৬ জানুয়ারী : ভিন রাজ্যে কর্মরত এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙায়। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকেই জাতীয় সড়ক-১২ ও রেললাইন অবরোধ করে রেখেছে এলাকার কয়েক হাজার মানুষ । ট্রেন অবরোধের একটা ভিডিও এক্স-এ শেয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘তৃণমূলের প্রশ্রয়ে বাংলা পুলিশের হাত থেকে সমাজবিরোধী এবং দাঙ্গাবাজরা দখলে’ চলে গেছে ।
শুভেন্দু অধিকারীর শেয়ার করা ভিডিওতে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে যাত্রীদের হুড়মুড়িয়ে নেমে পালাতে দেখা যায় । পাশ থেকে একজন মহিলাকে বলতে শোনা যায়,’ওই দ্যাখো পুলিশও আছে । পুলিশও পালাচ্ছে । শুভেন্দু অধিকারী লিখেছেন,’গতকাল থেকে ফারাক্কা থেকে চাকুলিয়া পর্যন্ত অরাজকতা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় জাতীয় মহাসড়ক প্রায় ৩ ঘন্টা ধরে সমাজবিরোধীদের দ্বারা সম্পূর্ণরূপে অবরুদ্ধ। পাথর ছোঁড়া অব্যাহতভাবে চলছে। ট্রেন চলাচল জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাটি দস্যু, রাস্তার গুণ্ডা এবং স্থূলবুদ্ধি ব্যক্তিদের সম্পূর্ণ আধিপত্যে রয়েছে। এখনও পর্যন্ত পুলিশের কোনও পদক্ষেপের লক্ষণ নেই। হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন যারা ভীতসন্ত্রস্ত এবং খাবার ও জল ছাড়াই, কোনও অবকাশের আভাস নেই।’ তিনি লিখেছেন,’আমি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি (ভারপ্রাপ্ত)-কে বাহিনী মোতায়েনের এবং এলাকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য অনুরোধ করতে চাই। বার্তাটি খুবই স্পষ্ট যে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের কবল থেকে বেরিয়ে আসছে এবং সমাজবিরোধী এবং দাঙ্গাবাজরা দখল করে নিচ্ছে, যাদের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সমর্থন রয়েছে যাতে তারা স্বাভাবিকতা ব্যাহত করার জন্য যা খুশি এবং যখন খুশি করতে পারে।’
আজ মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের সাথে নিয়ে জানা গেছে,সম্প্রতি ঝাড়খন্ডে অস্বাভাবিক মৃত্যু হয় বেলডাঙ্গার আলাউদ্দিন সেখ(৩৫)নামে এক যুবকের । ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের অভিযোগ যে ওই যুবক দিন দশেক আগে কর্মস্থলে গিয়েছিল। দুষ্কৃতীরা তাকে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিল । তিনি বলেছেন,’এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে । ক’দিন আগে সুতির জুয়েল রানাকে উড়িষ্যায় এভাবে প্রাণ দিতে হয়েছে ।’
জানা গেছে, এই ঘটনার প্রতিবাদে এবং পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার জন্য কয়েক দফা দাবিতে আজ সকাল ৮ টা থেকে প্রচুর লোকজন জড়ো হয়ে সড়কপথে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে । পাশাপাশি বেলডাঙা স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন অবরোধও করা হয়, যার জেরে ব্যাহত হয় রেল চলাচল। তারা শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু ও পরিযায়ী শ্রমিকদের কার্ড করে দেওয়ার দাবি জানান । ঘন্টার পর ঘন্টা ধরে অবরোধ চলতে থাকায় অসংখ্য ট্রেন ও অনান্য যানবাহন আটকে গিয়ে চুড়ান্ত নাকাল হতে হয় সাধারণ মানুষকে । ছুটে আসেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিশ সিংহানিয়া ও পুলিশ সুপার । শেষ পর্যন্ত জেলাশাসক নীতিশ সিংহানিয়া আজ রাত ১২ টার মধ্যে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করার এবং সেই সাথে খুব শ্রীঘ্রই পরিযায়ী শ্রমিকদের কার্ড করে দেওয়ার আশ্বাস দেন । তিনি হাতজোড় করে অবরোধ তুলে নেওয়ার জন্য কাতর আকুতি জানালে দীর্ঘ প্রায় ৬ ঘন্টা পর অবরোধ ওঠে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নেই, মৃত্যুর পর পরিবার ন্যায্য সহায়তা থেকেও বঞ্চিত হয় । এই বিষয়টিও গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেয় প্রশাসন ।।

