রাস্তার একপ্রান্তে একটা শিশু বসে পড়াশোনা করছে । অন্য প্রান্তে কালো রঙের বোরখা পরে ভিক্ষা করতে তার মা । মহিলার সামনে একটা এলুমিনিয়ামের পাত্র রাখা । সেই সময় এক ব্যক্তি এগিয়ে এসে মহিলাকে টাকার পরিবর্তে নীল মোড়কের একটি কন্ডোম দেয় । সেটি হাতে নিয়ে দেখার পর মহিলা ছুড়ে ফেলে দেয় । শুধু তাইই নয়, মহিলা ক্ষিপ্ত হয়ে তার ভিক্ষার পাত্রটিও কন্ডোম দেওয়া ব্যক্তির দিকে ছুড়ে মারে । ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
একজন এক্স ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন,”৯ সন্তানের মা পাকিস্তানি বংশোদ্ভূত আয়েশা (৩৩) একজন ভিক্ষুক, তার প্রতিবেশী একজন ইউরোপীয় ব্যক্তি তাকে টাকার পরিবর্তে একটি কনডম দেওয়ার পর রেগে যান।” তিনি আরও লিখেছেন,”১০ লক্ষেরও বেশি পাকিস্তানি যুক্তরাজ্য সহ বিভিন্ন ইউরোপীয় দেশে পাড়ি জমান এবং পুরো পরিবারের সাথে ব্যবসা শুরু করেন।”
প্রসঙ্গত,পাকিস্তানি ভিক্ষুকদের নিয়ে নাজেহাল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহির মতো প্রতিবেশী দেশগুলি । আরব দেশ হওয়ায় সাধারণ ভাবে পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। কিন্তু ক্রমবর্ধমান পাকিস্তানি ভিক্ষুকদের নিয়ে সমস্যায় পড়েছে তারা । শুধুমাত্র গত বছরেই কয়েক হাজার পাকিস্তানি ভিক্ষুককে চিহ্নিত করে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে সৌদি । এ বিষয়ে নিয়মে ক়ড়াক়ড়ি করেছে দুবাইও। এমনকি, পাকিস্তানি ভিক্ষুকদের নিয়ে ‘পরম বন্ধু’ আজ়ারবাইজানেরও অস্বস্তি রয়েছে । দেশগুলি পাকিস্তানকে ভিক্ষুক না পাঠানোর জন্য বারবার অনুরোধ করছে । কিন্তু পাকিস্তানের অর্থনীতির একটা বড় অংশ এই ভিক্ষাবৃত্তি থেকে আসে । বিপুল বৈদেশিক মুদ্রা উপার্জনের লোভে পাকিস্তান বিপুল ট্যুরিস্ট ভিসার আড়ালে প্রতি বছর লক্ষ লক্ষ ভিক্ষুক পাঠায় দেশগুলিতে । যদিও দেশগুলিতে কড়াকড়ি করায় বিপুল ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেয় তারা ।
পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) গত বছরের পরিসংখ্যান বলছে, শুধু ওই বছরেই ২৪ হাজার ভিক্ষুককে পাকিস্তানে ফেরত পাঠিয়েছেন সৌদি কর্তৃপক্ষ। এ ছাড়া, দুবাই থেকে ছ’হাজার এবং আজ়ারবাইজান থেকে আড়াই হাজার পাকিস্তানিকে ফেরানো হয়েছে। অধিকাংশই ভিক্ষুক। অভিযোগ, বিদেশে গিয়ে একাধিক অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এই ভিক্ষুকেরা। মূলত ধর্মীয় স্থানের সামনে তাঁরা ভিক্ষাপাত্র পেতে বসে থাকে । তার পর বিদেশি পর্যটকদের নানা ভাবে হেনস্থা করে । তাদের সামলাতে গিয়ে প্রশাসন অতিষ্ঠ হয়ে উঠেছে।
২০২৪ সালে ভিক্ষুক সমস্যা নিয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিক ভাবে সতর্ক করেছিল সৌদি আরব। বলা হয়েছিল, উমরাহ্ ভিসা ব্যবহার করে পাকিস্তান থেকে বহু মানুষ মক্কা ও মদিনায় আসছেন এবং ভিক্ষা করছেন। এ ভাবে উমরাহ্ ভিসার অপব্যবহার করা হচ্ছে। তা যাতে না করা হয়, নিশ্চিত করতে বলা হয়েছিল ইসলামাবাদকে। অন্যথায় পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।শুধু সৌদি, সংযুক্ত আরব আমিরশাহি বা আজ়ারবাইজান নয়, পাকিস্তানের রাষ্ট্র পরিচালিত ভিক্ষুকচক্রের জাল তাইল্যান্ড, কম্বোডিয়া এবং আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশেও ছড়িয়ে প়়ড়েছে । যদিও ভাইরাল ভিডিওটি কোথাকার এবং কবে তোলা হয়েছিল সেটা স্পষ্ট করেননি ওই এক্স ব্যবহারকারী । তবে মনে করা হচ্ছে যে ভিডিওটি সম্ভবত ব্রিটেনের কোনো এলাকার রাস্তার । কারন উদার অভিবাসন নীতির কারনে পাকিস্তানি, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা মহাদেশের ইসলামি দেশগুলি থেকে ব্রিটেনে প্রচুর সংখ্যায় শরণার্থী ভিড় জমিয়েছে৷ যা নিয়ে সেখানকার আদি বাসিন্দারা চরম ক্ষুব্ধ ।।

