এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৬ জানুয়ারী : মালদা টাউনে পৌঁছাল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার কোচ। শনিবার মালদা টাউন স্টেশন থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা টাউন স্টেশনে এসে পৌঁছে যায় বন্দে ভারত স্লিপার কোচ। পূর্ব রেলওয়ে মালদা ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, শনিবার দুপুর একটা নাগাদ ফ্ল্যাগ উড়িয়ে বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে বন্দে ভারত স্লিপার কোচের যান্ত্রিক গোলযোগ, পরিস্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে চলছে চূড়ান্ত প্রস্তুতির মুহূর্ত। মালদা বাইপাস এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে আগামী ১৭ ই জানুয়ারী শনিবার জনসভা করবেন দেশের প্রধানমন্ত্রী। তার আগে বৃহস্পতিবার দুপুরে হয়ে গেল হেলিকপ্টারের মহড়া। মূল মঞ্চ থেকে ১০০ মিটার দূরে করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। গতকাল দুপুরে ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার অবতরণ করেন অস্থায়ী হেলিপ্যাডে। এরপর কয়েকজন ভারতীয় বায়ু সেনা নেমে আসেন। তাদের সাথে কথা বলেন মালদার অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার। বায়ু সেনাদের জন্য থাকার ব্যবস্থা করা হয় জেলা প্রশাসনের তরফ থেকে। এছাড়াও নিরাপত্তা খতিয়ে দেখার জন্য মোতায়েন রয়েছে জেলা পুলিশ প্রশাসন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।।

