প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৫ জানুয়ারী : গন্তব্যের মুখে যাওয়ার সময় গুয়াহাটি গামী আপ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের কামরার নিচে থেকে ব্যাপক ধোঁয়া বের হওয়ায় আগুন আতঙ্ক ছড়াল বর্ধমানে । আজ বৃহস্পতিবার বিকালে হাওড়া-বর্ধমান কর্ড শাখার জৌগ্রাম স্টেশনে ট্রেনটি দাঁড়াতেই হুড়মুড়িয়ে নামতে শুরু করে যাত্রীরা ৷ যদিও মেরামতির কাজ শেষে কামরার নিচের চাকার অংশ থেকে ধোঁয়া বের হওয়া বন্ধ হয়ে যায় । স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা। প্রায় ঘন্টা খানেক বাদ ট্রেনটি পুনরায় গৌহাটির উদ্দেশ্যে রওনা দেয় ।
পূর্ব রেলের (E.R) মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান,’সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটির একটি কামরার নিচের চাকার “ব্রেক বাইন্ডিংয়ের” সমস্যার কারণে ধোঁয়া বের হচ্ছিল।তার কারণে ট্রেনটি জৌগ্রাম স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এই খবর পেয়ে রেলের আধিকারিক ও মেকানিকরা দ্রুত ছুটে যান । মেরামতি কাজ শেষে পরীক্ষা ও পর্যবেক্ষণের পর ঘণ্টাখানেক বাদ আপ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটি ফের গুয়াহাটির উদ্দেশে রওনা হয়ে যায়।’ এই ঘটনার জন্য হাওড়া -বর্ধমান কর্ড শাখায় অন্য ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি বলে পূর্ব রেলের (E.R) মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন।
জৌগ্রাম স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়া ১২৩৪৫ আপ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটির যাত্রীদের কয়েক জন বলেন,’আজ হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর নির্দিষ্ট গতিতেই গুয়াহাটির উদ্দেশ্যে ছুটছিল ট্রেনটি। তারপর বিকেল আনুমানিক ৪টে ৫০ মিনিট নাগাদ ট্রেনটি জৌগ্রাম স্টেশনের কাছে পৌঁছনোর আগে থেকেই ট্রেনের পিছনের দিকের একটি কামরার নীচ থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখা যায়। তার জেরে ট্রেনের যাত্রী মহলে আগুন আতঙ্ক ছড়ায়। ঘটনা চাক্ষুষ করে চালক জৌগ্রাম স্টেশনের কাছে ট্রেনটি দাঁড় করিয়ে দেন। তখনই আতঙ্কিত অনেক যাত্রী ট্রেন থেকে নেমে পড়েন।’ জৌগ্রাম এলাকার বাসিন্দা মনোরঞ্জন হাওলাদার বলেন,’ট্রেনের কামরার নিচ থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল। রেল কর্মীরা যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ধোঁয়া বের হওয়া বন্ধ হয় । তারপর ট্রেনটি ফের রওনা দেয় ।’।

