এইদিন ওয়েবডেস্ক,মৌলভীবাজার,১৫ জানুয়ারী : হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পৌষপার্বণ উৎসব নিষিদ্ধ ঘোষণার দাবিতে বেশ কিছুদিন ধরেই আসরে নেমেছে বাংলাদেশের উগ্র ইসলামি সংগঠনগুলি । অনেক জায়গায় উগ্র ইসলামিদের হামলার ভয়ে এবারে হিন্দুরা পৌষপার্বণ উৎসব পালন করেনিও । কিন্তু কিছু কিছু জায়গায়, যেখানে হিন্দুদের সংখ্যা একটু বেশি সেখানে এই প্রাচীন উৎসব পালন করা হয়েছে । কিন্তু মৌলভীবাজার জেলার বাহুবল উপজেলার নোয়াগাঁও বহর, শান্তিবাগ পঞ্চায়েত এলাকায় মকরসংক্রান্তি উপলক্ষে নগর সংকীর্তন বের করে উগ্র ইসলামিদের হামলার মুখে পড়তে হয়েছে । গতকাল প্রয়াত প্রদন্য চন্দ্র নাথের পরিবার এই নগর সংকীর্তন বের করে যখন ফিরছিল তখন একদল মুসলিম অতর্কিতে হামলা চালায় । হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন । তাদের হাসপাতালে চিকিৎসা চলছে ।
জানা যায়, স্বর্গীয় প্রদন্য চন্দ্র নাথের মেজো ছেলে স্পেন প্রবাসী প্রমোদ চন্দ্র নাথ (নিবাস)সহ কয়েকজন ভাড়াটিয়া ব্যক্তি নগর সংকীর্তনের অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায় জিহাদির দল। এতে পঞ্চায়েতের একাধিক মুরব্বি আহত হন।আহতদের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহপরান থানা শাখার সভাপতি বীরেশ দেব নাথ দেবুর অবস্থা গুরুতর । তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন । অপর আহত ব্যক্তি বর্তমানে ওসমানী মেডিকেলের কার্ডিওলজি বিভাগে ভর্তি আছেন। আরও একজন মুরব্বি হেমেন্দ্র দেব নাথ তরনীও আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় সনাতনী সমাজে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করে তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।।

