এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৪ জানুয়ারী : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের কিংপিন এনারুল শেখের ছবি ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । তার মধ্যে দিন কয়েক আগেই মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে এনারুল শেখের কেক কেটে উদযাপন এবং সেই কেকের একাংশ সাবিনা ইয়াসমিন নিজের হাতে তাকে খাইয়ে দেওয়ার একটা ছবিও সামনে এসেছে । যা ঘিরে চরম অস্বস্তিতে পড়ে গেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । যদিও সাবিনা ইয়াসমিনের কথায়,’ছবিটি আমাদের মুখ্যমন্ত্রী তথা দিদির জন্মদিনে কেক কাটার। আমি জনপ্রতিনিধি। আমার সঙ্গে ছবি হয়তো তুলেছেন। তবে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পুলিশ তাকে ধরেছে, এবার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’
পুলিশের তথ্য অনুযায়ী,মাদক কারবার করে ১০০০ কোটি টাকার অধিক সম্পত্তির মালিক হয়েছে এনারুল শেখ । মালদহ,কলকাতা ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় নামে ও বেনামে তার প্রচুর সম্পত্তি রয়েছে । অবশেষে রাজ্যের এহেন মাদকচক্রের কিংপিন এনারুল শেখকে কলকাতার এন্টালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে মালদা জেলা পুলিশের বিশেষ দল । দীর্ঘদিন ধরেই নাকি পুলিশ তার খোঁজ চালাচ্ছিল । এনারুল ছাড়াও গ্রেপ্তার করা হয়েছে তার কাকা শওকত শেখ ওরফে ভবলুকে ।
গতকাল সাংবাদিক সম্মেলন করে মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে উত্তর-পূর্বের মনিপুর,আসাম প্রভৃতি রাজ্যগুলো থেকে কাঁচামাল মালদায় এনে ব্রাউন সুগার তৈরি করত মাদক কারবারের কিংপিন কুখ্যাত এনারুল শেখ । এজন্য কালিয়াচকের কিছু যুবককে সে রীতিমতো প্রশিক্ষণও দেয় । তারপর সেই মাদক এজেন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো গোটা দেশ জুড়ে । বিহার ও ঝাড়খণ্ডের মত রাজ্যেও সক্রিয় রয়েছে এনারুল শেখের মাদক চক্র৷ কালিয়াচক এলাকাতেও এনারুলের এই মাদক চক্রের একটা বড়সড় গ্যাং রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে ।
পুলিশ জানিয়েছে,এনারুল মাদক কারবারের টাকা প্রোমোটিং -এর ব্যবসায়ী বিনিয়োগ করা হয়েছে বলে জানতে পারা গেছে । নিজের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে সে সমাজের বিভিন্ন প্রভাবশালী অংশের সঙ্গেও সে বিভিন্ন উপায়ে সম্পর্ক তৈরি করেছিল । ধৃত মাদক কারবারি এনারুল শেখ ও তার কাকাকে গতকাল আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে । তার সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।।

