পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান)১৩ জানুয়ারী : “নদী কুলে বাস ভাবনা বারো মাস”…. একবিংশ শতাব্দীতেও এই প্রবাদ আজও পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর চাষিদের জন্য সমান প্রযোজ্য । সরকারের প্রধান বলছেন রাজ্যের একশ শতাংশ কাজ নাকি করে দিয়েছেন । চারিদিকে নাকি ‘উন্নয়নের ছড়াছড়ি’ । কিন্তু ভাগিরথীর মাত্র একটা ঢেউ নদী তীরবর্তী জমিতে শাখালু চাষ করা পূর্বস্থলী-১ ব্লকের নশরতপুর পঞ্চায়েতের কিশোরগঞ্জ এলাকার ৫-৬ জন চাষির সর্বনাশ করে দিলো । ক্ষতিগ্রস্ত চাষিদের কথায়, সোমবার একটা লঞ্চ ভাগিরথীতে যাচ্ছিল । কিন্তু তাদের শাখালু চাষ করা জমির কিছুটা পাশ দিয়ে লঞ্চটি যেতেই এমন বিশাল ঢেউ ওঠে যে তার তোড়ে অন্তত বিঘা পাঁচেক জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় । এই অকাল ভাঙনে কার্যত সর্বশান্ত হয়ে তারা এখন দুষছেন সরকারকে । চাষিদের অভিযোগ, বারবার আবেদন নিবেদন করে যদিও বা ভাগিরথীর পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই কাজ শুরু হতে না হতেই আবার বন্ধও হয়ে গেছে । এছাড়া যেটুকু কাজ হয়েছে সেটাও অত্যন্ত নিম্নমানের । যার ফল চাষিদের ভুগতে হল বলে অভিযোগ ।
জানা গেছে,পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর পাশ দিয়ে প্রবাহিত হয়েছে ভাগিরথী নদী । নদীতীরবর্তী পলিবাহিত জমি খুবই উর্বর । বর্ষায় বিশেষ চাষবাস না হলেও শীতের মরশুমে এলাকার চাষিরা শব্জি চাষ করেন । সেই উপার্জনেই সারা বছরের পরিবারের খরচ খরচা চলে । তাই শীতকালের চাষের দিকেই মূলত তাকিয়ে থাকেন চাষিরা ।
কিন্তু সোমবার অকাল ভাঙনে শাখালু ভর্তি ২-৩ জমি হারানোর পর সারা বছর পরিবারের মুখে কিভাবে অন্ন তুলে দেবেন ভেবে পাচ্ছেন না কিশোরগঞ্জ এলাকার চাষি উত্তম মন্ডল । তিনি বলেন,’তখন সকাল দশটা সাড়ে দশটা হবে । আমি জমিতে কাজ করছিলাম । সেই সময় একটা বড় লঞ্চ কাটোয়ার মুখে যাচ্ছিল । আমার জমির কিছুটা দূর দিয়ে লঞ্চটা যাওয়ার সময় এমন একটা বড় ঢেউ ওঠে যে আমি ভয়ে দূরে পালিয়ে যাই । পরে লঞ্চ সরে যেতেই নদীতে ভাঙন শুরু হয় এবং আমার জমি গ্রাস করে নেয় ।’
গতকাল ভাগিরথীর অকাল ভাঙনে জমি হারিয়েছেন কিশোরগঞ্জ এলাকার চাষি সুভাষ মন্ডল,উত্তম অবতার সহ আরও ৩-৪ জন । সকলেই জমিতে শাখালু চাষ করেছিলেন । কিন্তু মাত্র একটা ঢেউ তাদের সর্বনাশ করে দিয়ে চলে গেছে । আশেপাশের জমিতেও লাগানো হয়েছে শাখালু । কিন্তু ওই ৪-৫ জন চাষির করুন পরিনতি দেখে তারা আর ঝুঁকি নিতে চাইছেন না । আলু এখনো পরিনত না হলেও তারা জমি থেকে সমস্ত শাখালু তুলে ফেলতে শুরু করেছেন । তাদের মধ্যে উত্তম মন্ডলও রয়েছেন । তিনি আজ মঙ্গলবার আলু তুলতে তুলতে সাংবাদিকদের বলেন,’এখনো শাখালু ঠিকমত পাকেনি৷ আরও অন্তত ১৫ দিন পরে তুললে ভালো হত । কিন্তু জলের তোড়ে আলুর গোঁড়া থেকে মাটি সরে গেছে । তাই তুলে নিতে বাধ্য হচ্ছে । যা দাম পাওয়া যায় । তাতে লোকসান তো কিছুটা কমবে ।’ তিনি জানান, বাজারে এখন শাখালু ২০-২০ টাকা কেজি বিক্রি হচ্ছে । যেটুকু অবশিষ্ট আছে তাতে চাষের খরচের খুব অল্পই উঠে আসবে । কিন্তু সারা বছর পরিবারের কিভাবে অন্ন সংস্থানের ব্যবসা করবেন সেটাই তিনি ভেবে পাচ্ছেন না বলে জানান।
পূর্বস্থলী ১ ব্লকটি পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত । বর্তমান তৃণমূল বিধায়ক হলেন তপন চ্যাটার্জি । নদীর পাড় বাঁধানোর বিষয়ে তার ভূমিকা এলাকায় রয়েছে চাপা ক্ষোভ । স্থানীয় গ্রামবাসীর অভিযোগ,কিছুদিন আগে নদীর পাড় বাঁধানোর হলেও, অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে । এছাড়া পাড় বাঁধানোর কাজ অসমাপ্ত রেখেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । সেই কারণেই আবার নদীর পাড়ে ভাঙ্গন শুরু হয়েছে । আসন্ন বিধানসভার ভোটের আগে এলাকার বাসিন্দাদের ক্ষোভ চিন্তায় ফেলে দিয়েছে শাসকদলকে ।।

