• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাগিরথিতে অকাল ভাঙনে মাথায় হাত পূর্বস্থলীর শব্জি চাষিদের, জমছে ক্ষোভ 

Eidin by Eidin
January 13, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভাগিরথিতে অকাল ভাঙনে মাথায় হাত পূর্বস্থলীর শব্জি চাষিদের, জমছে ক্ষোভ 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান)১৩ জানুয়ারী : “নদী কুলে বাস ভাবনা বারো মাস”…. একবিংশ শতাব্দীতেও এই প্রবাদ আজও পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর চাষিদের জন্য সমান প্রযোজ্য । সরকারের প্রধান বলছেন রাজ্যের একশ শতাংশ কাজ নাকি করে দিয়েছেন । চারিদিকে নাকি ‘উন্নয়নের ছড়াছড়ি’ । কিন্তু ভাগিরথীর মাত্র একটা ঢেউ নদী তীরবর্তী জমিতে শাখালু চাষ করা পূর্বস্থলী-১ ব্লকের নশরতপুর পঞ্চায়েতের কিশোরগঞ্জ এলাকার ৫-৬ জন চাষির সর্বনাশ করে দিলো । ক্ষতিগ্রস্ত চাষিদের কথায়, সোমবার একটা লঞ্চ ভাগিরথীতে যাচ্ছিল । কিন্তু তাদের শাখালু চাষ করা জমির কিছুটা পাশ দিয়ে লঞ্চটি যেতেই এমন বিশাল ঢেউ ওঠে যে তার তোড়ে অন্তত বিঘা পাঁচেক জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় । এই অকাল ভাঙনে কার্যত সর্বশান্ত হয়ে তারা এখন দুষছেন সরকারকে । চাষিদের অভিযোগ, বারবার আবেদন নিবেদন করে যদিও বা ভাগিরথীর পাড় বাঁধানোর কাজ শুরু হয়েছিল, কিন্তু সেই কাজ শুরু হতে না হতেই আবার বন্ধও হয়ে গেছে । এছাড়া যেটুকু কাজ হয়েছে সেটাও অত্যন্ত নিম্নমানের । যার ফল চাষিদের ভুগতে হল বলে অভিযোগ । 

জানা গেছে,পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর পাশ দিয়ে প্রবাহিত হয়েছে ভাগিরথী নদী । নদীতীরবর্তী পলিবাহিত জমি খুবই উর্বর । বর্ষায় বিশেষ চাষবাস না হলেও শীতের মরশুমে এলাকার চাষিরা শব্জি চাষ করেন । সেই উপার্জনেই সারা বছরের পরিবারের খরচ খরচা চলে ।  তাই শীতকালের চাষের দিকেই মূলত তাকিয়ে থাকেন চাষিরা । 

কিন্তু সোমবার অকাল ভাঙনে শাখালু ভর্তি ২-৩ জমি হারানোর পর সারা বছর পরিবারের মুখে কিভাবে অন্ন তুলে দেবেন ভেবে পাচ্ছেন না কিশোরগঞ্জ এলাকার চাষি উত্তম মন্ডল । তিনি বলেন,’তখন সকাল দশটা সাড়ে দশটা হবে । আমি জমিতে কাজ করছিলাম । সেই সময় একটা বড় লঞ্চ কাটোয়ার মুখে যাচ্ছিল । আমার জমির কিছুটা দূর দিয়ে লঞ্চটা যাওয়ার সময় এমন একটা বড় ঢেউ ওঠে যে আমি ভয়ে দূরে পালিয়ে যাই । পরে লঞ্চ সরে যেতেই নদীতে ভাঙন শুরু হয় এবং  আমার জমি গ্রাস করে নেয় ।’

গতকাল ভাগিরথীর অকাল ভাঙনে জমি হারিয়েছেন কিশোরগঞ্জ এলাকার চাষি সুভাষ মন্ডল,উত্তম অবতার সহ আরও ৩-৪ জন । সকলেই জমিতে শাখালু চাষ করেছিলেন । কিন্তু মাত্র একটা ঢেউ তাদের সর্বনাশ করে দিয়ে চলে গেছে । আশেপাশের জমিতেও লাগানো হয়েছে শাখালু । কিন্তু ওই ৪-৫ জন চাষির করুন পরিনতি দেখে তারা আর ঝুঁকি নিতে চাইছেন না । আলু এখনো পরিনত না হলেও তারা জমি থেকে সমস্ত শাখালু তুলে ফেলতে শুরু করেছেন । তাদের মধ্যে উত্তম মন্ডলও রয়েছেন । তিনি আজ মঙ্গলবার আলু তুলতে তুলতে সাংবাদিকদের বলেন,’এখনো শাখালু ঠিকমত পাকেনি৷ আরও অন্তত ১৫ দিন পরে তুললে ভালো হত । কিন্তু জলের তোড়ে আলুর গোঁড়া থেকে মাটি সরে গেছে । তাই তুলে নিতে বাধ্য হচ্ছে । যা দাম পাওয়া যায় । তাতে লোকসান তো কিছুটা কমবে ।’ তিনি জানান, বাজারে এখন শাখালু ২০-২০ টাকা কেজি বিক্রি হচ্ছে । যেটুকু অবশিষ্ট আছে তাতে চাষের খরচের খুব অল্পই উঠে আসবে । কিন্তু সারা বছর পরিবারের কিভাবে অন্ন সংস্থানের ব্যবসা করবেন সেটাই তিনি ভেবে পাচ্ছেন না বলে জানান।

পূর্বস্থলী ১ ব্লকটি  পূর্বস্থলী উত্তর বিধানসভার অন্তর্গত । বর্তমান তৃণমূল বিধায়ক হলেন তপন চ্যাটার্জি । নদীর পাড় বাঁধানোর বিষয়ে তার ভূমিকা এলাকায় রয়েছে চাপা ক্ষোভ । স্থানীয় গ্রামবাসীর অভিযোগ,কিছুদিন আগে নদীর পাড় বাঁধানোর হলেও, অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে । এছাড়া পাড় বাঁধানোর কাজ অসমাপ্ত রেখেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । সেই কারণেই আবার নদীর পাড়ে ভাঙ্গন শুরু হয়েছে । আসন্ন বিধানসভার ভোটের আগে এলাকার বাসিন্দাদের ক্ষোভ চিন্তায় ফেলে দিয়েছে শাসকদলকে ।। 

Previous Post

খন্ডঘোষের তোরকোনায় রাসবিহারী ঘোষের বাসভবন সংস্কারের প্রাথমিক পর্বের কাজ শুরু হল 

Next Post

“ঘর পেতে হলে একমাত্র মমতা ব্যানার্জিকেই ফোন করতে হবে” : মন্ত্রী সাবিনা ইয়াসমিনের “ঘরের টোপ” বক্তব্য শেয়ার করে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া : “তৃণমূল মানেই হুমকি-ধমকি-কাটমানি” 

Next Post
“ঘর পেতে হলে একমাত্র মমতা ব্যানার্জিকেই ফোন করতে হবে” : মন্ত্রী সাবিনা ইয়াসমিনের “ঘরের টোপ” বক্তব্য শেয়ার করে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া : “তৃণমূল মানেই হুমকি-ধমকি-কাটমানি” 

"ঘর পেতে হলে একমাত্র মমতা ব্যানার্জিকেই ফোন করতে হবে" : মন্ত্রী সাবিনা ইয়াসমিনের "ঘরের টোপ" বক্তব্য শেয়ার করে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া : "তৃণমূল মানেই হুমকি-ধমকি-কাটমানি" 

No Result
View All Result

Recent Posts

  • ক্ষীরগ্রামে সতীপীঠ যোগাদ্যা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে দুঃসাহসিক চুরি 
  • ইরানে ব্ল্যাকআউট তীব্রতর হওয়ার পর এযাবৎ কমপক্ষে ১২,০০০ জনকে মেরে ফেলা হয়েছে 
  • ধীরেন্দ্র শাস্ত্রীর প্রবচনে যোগ দিয়ে দুই সন্তানকে নিয়ে সনাতন ধর্ম গ্রহণ করলেন পারভীন মৌমিন শেখ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার দাবি করে  আইসিসির তিরস্কারের মুখে পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড 
  • “ঘর পেতে হলে একমাত্র মমতা ব্যানার্জিকেই ফোন করতে হবে” : মন্ত্রী সাবিনা ইয়াসমিনের “ঘরের টোপ” বক্তব্য শেয়ার করে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া : “তৃণমূল মানেই হুমকি-ধমকি-কাটমানি” 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.