দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২১ সেপ্টেম্বর : বাড়ির পাঁচিল টপকে ঢুকে এক প্রৌঢ় ও তাঁর বৃদ্ধা মা’কে মারধরের অভিযোগে প্রতিবেশী যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতের নাম পরিমল লোহার(৩২) । ধৃতের বাড়ি ভাতার থানার কুমারুণ গ্রামে । অলোক সেন নামে ওই প্রৌঢ়ের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ । মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
পুলিশ সুত্রে জানা গেছে,সোমবার বিকেলে অলোক সেন তাঁর প্রতিবেশী যুবক পরিমল লোহারের বিরুদ্ধে ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তিনি অভিযোগে জানান, ওই দিন দুপুরে পাঁচিল টপকে তাঁদের বাড়িতে ঢোকে পরিমল । তারপর সে একটি চাকু দেখিয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । তিনি প্রতিবাদ করলে পরিমল তাঁকে ব্যাপক মারধর করে । তাঁর বৃদ্ধা মা সরস্বতীদেবী বাঁচাতে এলে তাঁকেও মারধর করা হয় । এই দেখে তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি করলে তখন পরিমল পালিয়ে যায় । তবে তার আগে তাঁর স্মার্ট ফোনটি সে ছিনিয়ে নেয় বলে পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন ওই প্রৌঢ় ।
জানা গেছে,অলোকবাবুর চিৎকারে তখন কয়েকজন প্রতিবেশী তাঁর বাড়ির আশপাশে জড়ো হয়ে যায় । পরিমলকে তাঁরা ধরে ফেলেন । পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । কি উদ্দেশ্যে সে ওই প্রৌঢ়ের বাড়িতে ঢুকে হামলা চালিয়েছিল তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷।