এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১২ জানুয়ারী : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন(এস আই আর) প্রক্রিয়ায় একটাও ভোটারের নাম যদি বাদ যায় তাহলে এলাকার বিজেপি কর্মীদের হাত-পা কেটে বাদ দিয়ে দেওয়ার হুমকি দিলেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড়বেলুন গ্রামের তৃণমূল নেতা রাজকৃষ্ণ ব্যানার্জী । বড়বেলুন বারোয়ারীতলায় দলীয়ভাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি । জানা গেছে,রাজকৃষ্ণ ব্যানার্জী হলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বড়বেলুন-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা ব্যানার্জীর স্বামী । তার এই মন্তব্য ঘিরে তোলপাড় চলছে জেলার রাজনৈতিক মহল । বিজেপির কথায়,এসআইআর-এ তৃণমূল এতটাই ভয় পেয়ে গেছে যে এখন বেপরোয়া হয়ে বিজেপিকে হুমকি ধমকি দিতে শুরু করেছে । জেলা বিজেপি মুখপাত্র শান্তরূপ দে জানিয়েছেন, এনিয়ে তারা ওই তৃণমূল নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন । যদিও ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন,’বিষয়টি আমার জানা নেই। তাই মন্তব্য করতে পারব না।’
ঠিক কি বলেছিলেন তৃণমূল নেতা রাজকৃষ্ণ ব্যানার্জী ?
প্রথমেই তৃণমূল নেতা রাজকৃষ্ণ ব্যানার্জী জানান যে তারা এসআইআর মানেন না । এরপর নিজের এলাকায় বেশ কিছু দলীয় কর্মীর নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন,’গোপন সূত্র থেকে আমরা খবর পেয়েছি যে বড়বেলুন ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আমাদের বেশকিছু কর্মীর নাম বাদ চলে যেতে চলেছে। তাই বিজেপিকে মনে করিয়ে দিতে চাই যে বড়বেলুনের ভোটার লিষ্ট থেকে একটাও যদি বৈধ ভোটার বাদ যায় তাহলে এলাকার এক একটা বিজেপি কর্মীকে ধরে শরীর থেকে এক একটা হাত অথবা পা কেটে বিচ্ছিন্ন করে দেবো ।’ তিনি আরও হুমকি দেন,’কে টিকিট পাবেন না পাবেন জানি না,তবে ২৬ শের বিধানসভা নির্বাচনে ফের খেলা হবে । যতক্ষণ এই রাজকৃষ্ণ ব্যানার্জীর শরীরে একবিন্দু রক্ত থাকবে বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে ।’ তবে বিজেপির জেলা মুখপাত্র শান্তরূপ দে’র প্রতিক্রিয়া হল, ‘তৃণমূল কংগ্রেস যতই সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির চেষ্টা করুক না কেন, ওদের আয়ূ আর মাত্র কয়েক মাস । এবারে বাংলার মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে।’
বিজেপির বর্ধমান জেলা সহ সভাপতি সঞ্জীব সেন পালটা হুঁশিয়ারি দিয়েছেন,’রাজকৃষ্ণ ব্যানার্জিকে অবিলম্বে এই মন্তব্য ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে । যদি না করেন তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওনাকে বাড়ি থেকে বের হতে দেব না। ওনার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ চলবে।’। তৃণমূল নেতা ঠিক কি হুমকি দিয়েছেন শুনুন 👇

