এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান), ১২ জানুয়ারী : পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা ডাকঘর বিভাগের কর্মী রাণা বিশ্বাসের বাড়িতে রবিবার সন্ধ্যার দিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । বাড়ি ফাঁকা থাকার সুযোগে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । নগদ প্রায় ৪০ হাজার টাকা,দু’ভরি সোনার গহনা,ব্লাঙ্কেট, কাপড় সহ বেশকিছু দামি জিনিসপত্র লুটপাট চালায় দুষ্কৃতীরা । চুরি ছাড়াও একটা ঘৃণ্য কাজ করে আসে চোরেরা । আর সেটা হল ফ্রিজে রাখা মাংসের ঝোল,মাছ ভাজা, ভাত ও মিষ্টি পেটপুরে খেয়ে ডাইনিং রুমে মলত্যাগ করে পালায় । যদিও কয়েক ঘন্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা করে ফেলেছে গুসকরা ফাঁড়ির পুলিশ । এই ঘটনায় একই এলাকার বাসিন্দা হাই মল্লিক ও আহাদত শেখ নামে তার এক সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ জানায় হাই মল্লিকের ঘর থেকে উদ্ধার করা হয়েছে চুরি করার বেশকিছু সরঞ্জাম। দুজনকে হেফাজতে নিয়ে চুরি করা মালপত্র উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
আর এই গ্রেপ্তারির এরপরেই চরম অস্বস্তিতে পড়ে গেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । কারন ধৃত হাই মল্লিক হল গুসকরা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল সভাপতি । বিধানসভার ভোটের ঠিক মুখেই দলের এক নেতার এই কুকীর্তির দায় এড়ানোর চেষ্টা করেছেন গুসকরা শহর তৃণমূল সভাপতি মল্লিকা চোংদার । তার সাফাই হল,’হাই মল্লিক আগে ১৪ নম্বর ওয়ার্ডের দলীয় সভাপতির পদে ছিলেন। এখন নতুন করে কমিটি গঠন হয়নি ।’
জানা গেছে, চুরির অভিযোগে ধৃত তৃণমূল নেতা হাই মল্লিক পেশায় ছুতোর । গুসকরা শহরের আলুটিয়াতে তার নিজস্ব ফার্নিচার তৈরির দোকান রয়েছে । তবে কাঠমিস্ত্রির কাজের আড়ালে সে রাতে এলাকার বাড়ি বা মন্দিরে চুরি করার একটা গ্যাং চালাচ্ছিল বলে বলে সন্দেহ করা হচ্ছে । কারন সম্প্রতি ওই এলাকাতেই রামমন্দিরের গ্রিল ভেঙে একাধিক প্রণামী বাক্স থেকে টাকাপয়সা লুটপাট চালানোর ঘটনা ঘটে । যদিও এখনো ওই চুরির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ । অনুমান যে মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনার পিছনেও ধৃত তৃণমূল নেতা হাই মল্লিক ও তার গ্যাং জড়িয়ে আছে ।।

