এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),২১ সেপ্টেম্বর : বিজেপির পঞ্চায়েত প্রধানকে সরানোর জন্য তাঁর বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূল কংগ্রেস । কিন্তু বিজেপির এক সংখ্যালঘু নেতার তৎপরতায় শাসকদলের সেই পরিকল্পনা বানচাল হয়ে যায় । তার জেরে ওই বিজেপি নেতার বাড়িতে হামলা করে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে তৃণমূলের লোকজনের বিরুদ্ধে । এমনকি গ্রামে ফিরলে মাথা কেটে তাঁর বাবার হাতে তুলে দেওয়া হবে বলে মোবাইল ফোনে রীতিমত হুমকি দেওয়াও হচ্ছে বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার বড়বাগান এলাকায় । আকাশ শেখ নামে বিজেপির ওই সংখ্যালঘু নেতা বর্তমানে ঘরছাড়া । এনিয়ে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যাবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব । অন্যদিকে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ।
জানা গেছে,বড়বাগান গ্রামে বাড়ি আকাশ শেখের । তিনি মানিকচকে বিজেপির ২৪ নম্বর জেডপির সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতির পদে রয়েছেন । তিনি বলেন, ‘মানিকচক গ্রাম পঞ্চায়েতের আমাদের দলীয় প্রধান বিউটি মন্ডলের বিরুদ্ধে চাঁদ সুলতানা নামে এক তৃণমূলের সদস্যা অনাস্থা পেশ করেছিলেন । কিন্তু তাতে আমি বাধা হয়ে দাঁড়ালে তৃণমূলের আলিম শেখ, আক্তারুল শেখসহ ১০-১৫ জনের একটি দুষ্কৃতিদল অস্ত্রসস্ত্র নিয়ে আমার বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় । তখন আমি প্রাণ বাঁচিয়ে কোনও রকমে সেখান থেকে পালিয়ে মালদা শহরের গোপন জায়গায় গিয়ে আশ্রয় নিই । তারপর আমাকে ফোনে হুমকি দেয় গ্রামে ফিরলেই আমার মাথা কেটে আমার বাবার হাতে তুলে দেওয়া হবে । ফলে তৃণমূলের দুষ্কৃতিদের ভয়ে আমি গ্রামে ফিরতে পারছি না । গ্রামে ফিরলেই আমি খুন হয়ে যাবো ।’ তাঁর অভিযোগ, ‘এনিয়ে আমি মানিকচক থানায় এফ আই আর দায়ের করেছি । কিন্তু এযাবৎ পুলিশ কোনও ব্যাবস্থা নেয়নি ।’
জানা গেছে,শাসকদলের নেতা কর্মীদের আতঙ্কে আকাশ শেখ নামে ওই বিজেপি নেতা কখনও বিজেপির জেলা কার্যালয়ে কখনও কোনও দলীয় কর্মীর বাড়িতে আশ্রয় নিচ্ছেন । বিজেপির মালদা জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ‘মানিকচক গ্রাম পঞ্চায়েতের বিজেপির ৫ জন সদস্যকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল তৃণমূলের লোকজন । তাঁদের মধ্যে একজনকে কোনও রকমে উদ্ধার করে জেলা কার্যালয়ে নিয়ে আসেন আকাশ শেখ । যার ফলে আমাদের দলীয় প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বানচাল । স্বভাবতই তৃণমূলের আক্রোশ আকাশ শেখের উপর গিয়ে পড়ে । তাই যেমন করেই হোক আকাশকে খুঁজে তাঁর মাথা কেটে আনার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের নির্দেশ দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । হরিশ্চন্দ্রপুরের মত এবার মানিকচকেও এবার তালিবানি শাসন শুরু হয়েছে ।’ পাশাপাশি তিনি দাবি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে অবিলম্বে দোষীদের গ্রেফতার করুক পুলিশ ।
অন্যদিকে এই ঘটনাকে বিজেপির অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বক্সী । তিনি বলেন, ‘বিজেপির কাজই হল তৃণমূল কংগ্রেসের অপপ্রচার করা । ওরা উন্নয়ন করতে জানে না । প্রচারের আলোয় আসার জন্য কেবল আমাদের অপপ্রচার করে বেড়ায়