পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),১২ জানুয়ারী : স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় কালনায় বিজেপির “বিবেক যাত্রা”য় জলপ্লাবন দেখা গেলো । কালনার নিভুজি থেকে বৈদ্যপুর মোড় এই পদযাত্রা হয় । নেতৃত্ব দেন বিজেপির কাটোয়া সাংগঠনিক সভাপতি স্মৃতিকণা বসু । পদযাত্রায় শ’য়ে শ’য়ে মানুষের অংশগ্রহণে গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । পরে বৈদ্যপুর মোড়ে “যুব গর্জন সভা” র আয়োজন করা হয়। সভায় স্মৃতিকণা বসুসহ যুব ওয়ারিয়র্স কনভেনার প্রদূৎ ভৌমিক,রাজ্য যুব মোর্চার সম্পাদক কুন্দন সাহারা বক্তব্য রাখেন৷
সভা মঞ্চ থেকে বক্তারা আসন্ন ২০২৬ সালের আগে সমস্ত হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে রাজ্যের বর্তমান শাসক দলের সীমাহীন দুর্নীতি আর তোষামোদি রাজনীতির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন । পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-এর হেফাজত থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির “ফাইল লুট” নিয়ে তীব্র ভাষায় আক্রমণ শানান৷ স্মৃতিকণা বসুর কথায়, ‘মমতা ব্যানার্জি ভয় পেয়ে এই কাজ করেছেন ।’ পাশাপাশি আজকের এই পদযাত্রায় বিপুল সংখ্যায় মানুষের উপস্থিতি দেখে তিনি মন্তব্য করেছেন,’আজকের এই মিছিলই প্রমান করেছে ২০২৬ সালে এরাজ্যের শাসকের পরিবর্তন হতে চলেছে ।’ পদযাত্রা ও সভার পাশাপাশি এদিন বিজেপির পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণও করা হয় ।।

