এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১২ জানুয়ারী : এসআইআর শুনানিতে ঢাক পড়ায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার মুসলিম অধ্যুষিত গাঙ্গুলিডাঙ্গায় বিক্ষোভের মুখে পড়লেন বুথ লেভেল অফিসাররা (বিএলও) । পাশাপাশি গাঙ্গুলিডাঙ্গা বাসস্ট্যান্ডে প্রায় হাজার খানেক পুরুষ মহিলা জড়ো হয়ে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কপথ অবরোধ শুরু করেন । আজ সোমবার দুপুরে কয়েক ঘন্টার পথ অবরোধের কারনে সড়কপথের দু’পাশে প্রচুর যানবাহন আটকে যায়৷ চুড়ান্ত নাকাল হতে হয় যাত্রীদের । খবর পেয়ে কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাটোয়া-১ ব্লকের জয়েন্ট বিডিও দেবাশিস গায়েন। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ।
জানা গেছে,গাঙ্গুলিডাঙ্গা গ্রাম কাটোয়া ১ ব্লকের অন্তর্ভুক্ত হলেও গ্রামের ২৮১ নম্বর এবং ২৮২ নম্বর বুথ কেতুগ্রাম বিধানসভার মধ্যে পড়ে। গ্রামে মূলত মুসলিম সম্প্রদায়ের বসবাস । ২৮১ নম্বর বুথে ৯৮৪ জন এবং ২৮২ নম্বর বুথে ১২১৬ জন ভোটার রয়েছে । তার মধ্যে ২৮১ নম্বর বুথের ৩৭৫ জন এবং ২৮২ নম্বর বুথের ৪৮৮ জনকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে । আগামী ১৯ জানুয়ারী এবং ২০ জানুয়ারী তাঁদের শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
জানা গেছে, আজ সোমবার দুটি বুথের বিএলও-রা নোটিশ বিলি করতে গেলে তাদের ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করে । শেষে হাজার খানেক পুরুষ ও মহিলা জড়ো হয়ে বর্ধমান-কাটোয়া সড়কপথের উপর বসে পথ অবরোধ শুরু করে৷ প্রায় ঘন্টা তিনেক ধরে অবরোধ চলার পর প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয় মঅবরোধকারী ইমাম বক্স মল্লিক, জায়েরুল ইসলাম, জামিরুল বিবি, মনোয়ারা বিবিদের কথায়, ‘আমাদের সকলেরই ২০০২ সালের ভোটার লিস্টে নাম ছিল । তারপরেও শুনানিতে ডেকে পাঠানো হয়েছে আমাদের । এটা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করছে বিজেপি ।’ তবে প্রশাসন সূত্রে খবর, অধিকাংশ জনের নামের ভুলের কারণে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে । নির্ধারিত দিনে উপযুক্ত নথিপত্র সহ ওই আট শতাধিক ভোটারকে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ।।

