এইদিন ওয়েবডেস্ক,মালদা,১২ জানুয়ারী : পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর রেললাইন থেকে মালদা জেলার চাঁচলের এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল রেলপুলিশ । মৃতের নাম আনারুল হক। তার বাড়ি চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর গ্রামে । রবিবার পার্শ্ববর্তী শ্রীপুর গ্রামের শ্বশুরবাড়ির অদূরে রেললাইন থেকে তার ছিন্নভিন্ন দেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করে পরিবারকে দেহ হস্তান্তর করা হয় । গতকালই খানপুর গ্রামে কবরস্থ করা হয় যুবকের দেহটি ।
জানা গেছে,খানপুর গ্রামের বাসিন্দা শেখ নঈমুদ্দিনের দুই ছেলের মধ্যে ছোট আনারুল হক। পেশায় পরিযায়ী শ্রমিক ওই যুবকের মাস তিনেক আগে শ্রীপুর গ্রামের মেয়ে তসলিমা খাতুনের সাথে দেখাশোনা করে বিয়ে হয় তার । শেখ নঈমুদ্দিনের কথায়,’দিন ছয়েক আগে ছেলে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমার কাছে ৩০ টাকা চায় । খুচরা না থাকায় আমি ছেলেকে ২০০ টাকা দিয়েছিলাম । তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়৷ কিন্তু পরে জানতে পারি ছেলে শ্বশুরবাড়ি যায়নি । অনেক খোঁজাখুঁজি করেও ছেলের কোনো সন্ধান পাইনি । পরে রবিবার ছেলের ট্রেনে কাটা পড়ার খবর পাই ।’
আজ সোমবার মৃত যুবকের বাড়ি যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি মৃতের প্রৌঢ় বাবাকে সরকারি অনুদানের ব্যবস্থা করার আশ্বাস দেন । সেই সাথে যুবকের সদ্য বিধবা স্ত্রীর জন্যও কোনো কিছু ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি । বিধায়কের অনুমান ওই যুবক দুর্ঘটনায় মারা গেছেন৷ সেই সাথে এলাকায় ক্রমবর্ধমান দুর্ঘটনায় যুবকদের মৃত্যুতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন ।।

