এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ জানুয়ারী : আজ সোমবার গোটা দেশজুড়ে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন হচ্ছে । এই উপলক্ষে বেলুড় মঠ ও মিশন ও কলকাতার শিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সকালেই শিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে গিয়ে স্বামীজির মূর্তিতে পুষ্প অর্পন করে প্রনাম জানিয়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি বাইরে বেরিয়ে আসার পর উল্লেখ করেন যে সন্ন্যাসীদের আপত্তি সত্ত্বেও শিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির সামনে “যুবরাজ” লেখা অভিষেক ব্যানার্জির ছবি জোর করে টাঙানো হয়েছে । তিনি বলেন,’এরা হিজাব-বোরখার লোক, ওদের নাম উল্লেখ করে এই স্থান অপবিত্র করব না ।’
শুভেন্দু অধিকারী বলেছেন,’বিজেপির অনেক ব্যানার দেখতে পাবেন৷ কিন্তু আমি আমার নামটা পর্যন্ত লিখতে দিই নাই৷ স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয় । আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ স্থানীয় কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারোর ছবি লাগাবেন না । তারপরেও শোনেনি । এদের ঔদ্ধত্য কোথায় গেছে ! যুবরাজ লিখছে । মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রকে যুবরাজ লিখেছে । স্বামীজীর বাড়িতে ।’ তিনি বলেন, ‘স্বামীজি একমাত্র যুবরাজ । আমি ২২ বছর ধরে এখানে আসছি । বর্তমানে আমার বয়স এখন ৫৫ ।’
সব শেষে রাজ্যের যুব সম্প্রদায়কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির “ঘুঘনি বিক্রি” করার পরামর্শ নিয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে শুভেন্দু অধিকারী বলেন,’ওদের কথা বলে আমি এই পবিত্র স্থানটা অপবিত্র করবোনা ।ওরা হিন্দু নয়, সংস্কৃতিতে বাঙালি নয়,স্বামীজীর জন্মস্থানে তাদের কথা উল্লেখ করবো না । এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায় । এরা হিজাব, বোরখার লোক ।’।

