• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শ্রীমদ্ভগবদ্গীতা মূলম্ – সপ্তমোঽধ্যায়ঃ : শ্রীকৃষ্ণের মহিমা এবং বিভিন্ন প্রকার ভক্তের কথা তুলে ধরা হয়েছে এই অধ্যায়ে

Eidin by Eidin
January 12, 2026
in ব্লগ
শ্রীমদ্ভগবদ্গীতা মূলম্ – সপ্তমোঽধ্যায়ঃ : শ্রীকৃষ্ণের মহিমা এবং বিভিন্ন প্রকার ভক্তের কথা তুলে ধরা হয়েছে এই অধ্যায়ে
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তম অধ্যায়টির নাম ‘জ্ঞান-বিজ্ঞান-যোগ’ বা ‘সমগ্রবোধ’, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর অব্যক্ত ও ব্যক্ত রূপ (যা কিছু দৃশ্যমান) এবং সৃষ্টির পরম উৎস হিসেবে নিজেকে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন কিভাবে ভক্তি ও জ্ঞান-এর মাধ্যমে তাঁকে সম্পূর্ণরূপে জানা যায়, যা সমস্ত দ্বিধা দূর করে। অধ্যায়টি জ্ঞান (তত্ত্বজ্ঞান) ও বিজ্ঞান (ব্যবহারিক জ্ঞান)-এর মিলন, শ্রীকৃষ্ণের মহিমা এবং বিভিন্ন প্রকার ভক্তের কথা তুলে ধরে, যেখানে বলা হয়েছে কিভাবে তাঁর শরণাগত হয়ে পরম সত্য লাভ করা যায়। 

ওং শ্রী পরমাত্মনে নমঃ
অথ সপ্তমোঽধ্যায়ঃ ।
জ্ঞানবিজ্ঞানয়োগঃ

শ্রীভগবানুবাচ
ময়্যাসক্তমনাঃ পার্থ যোগং যুংজন্মদাশ্রয়ঃ ।
অসংশয়ং সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু ॥ 1 ॥

জ্ঞানং তেঽহং সবিজ্ঞানমিদং বক্ষ্য়াম্যশেষতঃ ।
যজ্জ্ঞাত্বা নেহ ভূয়োঽন্যজ্জ্ঞাতব্যমবশিষ্যতে ॥ 2 ॥

মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিদ্যততি সিদ্ধয়ে ।
যততামপি সিদ্ধানাং কশ্চিন্মাং বেত্তি তত্ত্বতঃ ॥ 3 ॥

ভূমিরাপোঽনলো বায়ুঃ খং মনো বুদ্ধিরেব চ ।
অহংকার ইতীয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা ॥ 4 ॥

অপরেয়মিতস্ত্বন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম্ ।
জীবভূতাং মহাবাহো যয়েদং ধার্যতে জগত্ ॥ 5 ॥

এতদ্যোনীনি ভূতানি সর্বাণীত্যুপধারয় ।
অহং কৃত্স্নস্য জগতঃ প্রভবঃ প্রলয়স্তথা ॥ 6 ॥

মত্তঃ পরতরং নান্যত্কিংচিদস্তি ধনঞ্জয় ।
ময়ি সর্বমিদং প্রোতং সূত্রে মণিগণা ইব ॥ 7 ॥

রসোঽহমপ্সু কৌংতেয় প্রভাস্মি শশিসূর্যয়োঃ ।
প্রণবঃ সর্ববেদেষু শব্দঃ খে পৌরুষং নৃষু ॥ 8 ॥

পুণ্যো গন্ধঃ পৃথিব্যাং চ তেজশ্চাস্মি বিভাবসৌ ।
জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু ॥ 9 ॥

বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম্ ।
বুদ্ধির্বুদ্ধিমতামস্মি তেজস্তেজস্বিনামহম্ ॥ 10 ॥

বলং বলবতাং চাহং কামরাগবিবর্জিতম্ ।
ধর্মাবিরুদ্ধো ভূতেষু কামোঽস্মি ভরতর্ষভ ॥ 11 ॥

যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজসাস্তামসাশ্চ যে ।
মত্ত এবেতি তান্বিদ্ধি ন ত্বহং তেষু তে ময়ি ॥ 12 ॥

ত্রিভির্গুণময়ৈর্ভাবৈরেভিঃ সর্বমিদং জগত্ ।
মোহিতং নাভিজানাতি মামেভ্য়ঃ পরমব্যয়ম্ ॥ 13 ॥

দৈবী হ্য়েষা গুণময়ী মম মায়া দুরত্যয়া ।
মামেব যে প্রপদ্যংতে মায়ামেতাং তরংতি তে ॥ 14 ॥

ন মাং দুষ্কৃতিনো মূঢাঃ প্রপদ্যংতে নরাধমাঃ ।
মাযয়াপহৃতজ্ঞানা আসুরং ভাবমাশ্রিতাঃ ॥ 15 ॥

চতুর্বিধা ভজংতে মাং জনাঃ সুকৃতিনোঽর্জুন ।
আর্তো জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ ॥ 16 ॥

তেষাং জ্ঞানী নিত্যয়ুক্ত একভক্তির্বিশিষ্যতে ।
প্রিয়ো হি জ্ঞানিনোঽত্যর্থমহং স চ মম প্রিয়ঃ ॥ 17 ॥

উদারাঃ সর্ব এবৈতে জ্ঞানী ত্বাত্মৈব মে মতম্ ।
আস্থিতঃ স হি যুক্তাত্মা মামেবানুত্তমাং গতিম্ ॥ 18 ॥

বহূনাং জন্মনামংতে জ্ঞানবান্মাং প্রপদ্যতে ।
বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ ॥ 19 ॥

কামৈস্তৈস্তৈর্হৃতজ্ঞানাঃ প্রপদ্য়ংতেঽন্যদেবতাঃ ।
তং তং নিয়মমাস্থায় প্রকৃত্য়া নিয়তাঃ স্বয়া ॥ 20 ॥

যো যো যাং যাং তনুং ভক্তঃ শ্রদ্ধয়ার্চিতুমিচ্ছতি ।
তস্য তস্যাচলাং শ্রদ্ধাং তামেব বিদধাম্যহম্ ॥ 21 ॥

স তয়া শ্রদ্ধয়া যুক্তস্তস্যারাধনমীহতে ।
লভতে চ ততঃ কামান্ময়ৈব বিহিতান্হি তান্ ॥ 22 ॥

অংতবত্তু ফলং তেষাং তদ্ভবত্যল্পমেধসাম্ ।
দেবাংদেবযজো যাংতি মদ্ভক্তা যাংতি মামপি ॥ 23 ॥

অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যংতে মামবুদ্ধয়ঃ ।
পরং ভাবমজানংতো মমাব্যযমনুত্তমম্ ॥ 24 ॥

নাহং প্রকাশঃ সর্বস্য যোগমায়াসমাবৃতঃ ।
মূঢোঽয়ং নাভিজানাতি লোকো মামজমব্যয়ম্ ॥ 25 ॥

বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন ।
ভবিষ্য়াণি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন ॥ 26 ॥

ইচ্ছাদ্বেষসমুত্থেন দ্বংদ্বমোহেন ভারত ।
সর্বভূতানি সংমোহং সর্গে যাংতি পরংতপ ॥ 27 ॥

যেষাং ত্বংতগতং পাপং জনানাং পুণ্যকর্মণাম্ ।
তে দ্বংদ্বমোহনির্মুক্তা ভজংতে মাং দৃঢব্রতাঃ ॥ 28 ॥

জরামরণমোক্ষায় মামাশ্রিত্য় যতংতি যে ।
তে ব্রহ্ম তদ্বিদুঃ কৃত্স্নমধ্য়াত্মং কর্ম চাখিলম্ ॥ 29 ॥

সাধিভূতাধিদৈবং মাং সাধিযজ্ঞং চ যে বিদুঃ ।
প্রয়াণকালেঽপি চ মাং তে বিদুর্য়ুক্তচেতসঃ ॥ 30 ॥

।। ওং তত্সদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসূপনিষত্সু ব্রহ্মবিদ্য়ায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে জ্ঞানবিজ্ঞানয়োগো নাম সপ্তমোঽধ্য়ায়ঃ ॥

শ্রীমদভগবদগীতার সপ্তম অধ্যায়ের মূল বিষয়বস্তু :

জ্ঞানের স্বরূপ: শ্রীকৃষ্ণ বলেন যে জ্ঞান ও বিজ্ঞান সহকারে তাঁকে জানলে আর কিছু জানার থাকে না।

সৃষ্টির উৎস: শ্রীকৃষ্ণ নিজেকেই সমস্ত সৃষ্টির মূল কারণ এবং সমস্ত কিছুর আশ্রয় (পরমেশ্বর) হিসেবে প্রকাশ করেন।

জ্ঞান-বিজ্ঞান-যোগ: তিনি অর্জুনকে তাঁর ঐশ্বরিক ও জাগতিক রূপের জ্ঞান (বিজ্ঞান) এবং পরম তত্ত্বের জ্ঞান (জ্ঞান) দেন, যাতে অর্জুন দ্বিধামুক্ত হয়ে তাঁকে জানতে পারেন।

ভক্তির পথ: যারা তাঁকে ভক্তি করে, তাদের বিভিন্ন প্রকারের কথা বলা হয়েছে, যেমন – চার প্রকার ভক্ত, যারা দুঃখ থেকে মুক্তি চায় এবং যারা জ্ঞান ও ভক্তির সমন্বয়ে তাঁকে ভজনা করে।

মোক্ষ: যারা মোক্ষ (মুক্তি) লাভের জন্য তাঁর শরণ নেয়, তারাই ব্রহ্মকে এবং সমস্ত আত্মতত্ত্বকে জানতে পারে এবং শেষ পর্যন্ত তাঁকে জানতে পারে। 

মূল শ্লোক ও তাদের অর্থ (সংক্ষেপে)

শ্লোক ১: শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর শরণাপন্ন হয়ে, তাঁর প্রতি মনঃসংযোগ করে কীভাবে তাঁকে সম্পূর্ণরূপে জানা যায়, তা শুনতে বলছেন।

শ্লোক ২: শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি সেই জ্ঞান দেবেন, যা জানলে আর কিছু জানার বাকি থাকে না।

শ্লোক ৩: হাজার মানুষের মধ্যে খুব কম লোকই সিদ্ধি লাভের চেষ্টা করে এবং তাদের মধ্যে খুব কম লোকই তাঁকে সত্যভাবে জানে।

শ্লোক ৩-৭: শ্রীকৃষ্ণ তাঁর অব্যক্ত ও ব্যক্ত রূপের কথা বলেন, যা তাঁর মায়া দ্বারা আবৃত এবং তিনি সমস্ত কিছুর উৎস – যেমন পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার।

শ্লোক ২০-২৩: যাঁরা অন্য দেবতার পূজা করে, তারা কী পায়, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে, তাঁর ভক্তরা তাঁর কাছেই আসে।

শ্লোক ২৯-৩০: যারা তাঁকে (সর্বভূত, অধ্যাত্ম, কর্ম, অধিভূত, অধিদেব ও অধিয়জ্ঞ রূপে) জানে এবং মৃত্যুকালে তাঁকে স্মরণ করে, তারা তাঁর সঙ্গে মিলিত হয়। 

সপ্তম অধ্যায়টি মূলত শ্রীকৃষ্ণের বিশ্বরূপের ধারণা দেয় এবং ভক্তি ও জ্ঞানের সমন্বয়ে তাঁকে জানার পথ দেখায়। 

Previous Post

ইরান প্রথমবারের মতো স্টারলিংক ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ; ট্রাম্প বলেছেন, ইরান তার লাল রেখা অতিক্রম করছে, ‘খুব শক্তিশালী’ বিকল্পের দিকে নজর রাখছেন তিনি  

Next Post

নার্ভাস নাইন্টির শিকার হয়ে হতাশ বিরাট কোহলি

Next Post
নার্ভাস নাইন্টির শিকার হয়ে হতাশ বিরাট কোহলি

নার্ভাস নাইন্টির শিকার হয়ে হতাশ বিরাট কোহলি

No Result
View All Result

Recent Posts

  • স্বামী বিবেকানন্দ : জন্মের পূর্ণ লগ্নে এক মহামানবের স্মরণ
  • পৌষ সংক্রান্তি “হারাম” !  বাঙালিদের ঐতিহ্যবাহী এই উৎসব নিষিদ্ধ করতে উঠেপড়ে লেগেছে বাংলাদেশের ইসলামপন্থীরা 
  • নার্ভাস নাইন্টির শিকার হয়ে হতাশ বিরাট কোহলি
  • শ্রীমদ্ভগবদ্গীতা মূলম্ – সপ্তমোঽধ্যায়ঃ : শ্রীকৃষ্ণের মহিমা এবং বিভিন্ন প্রকার ভক্তের কথা তুলে ধরা হয়েছে এই অধ্যায়ে
  • ইরান প্রথমবারের মতো স্টারলিংক ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ; ট্রাম্প বলেছেন, ইরান তার লাল রেখা অতিক্রম করছে, ‘খুব শক্তিশালী’ বিকল্পের দিকে নজর রাখছেন তিনি  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.