এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১১ জানুয়ারী : শতাধিক তৃণমূল কর্মী দলত্যাগ করে বিজেপিতে যোগদান করেছে বলে দাবি করেছেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিজেপি নেতৃত্ব । আজ রবিবার বিকেলে ভাতার বিধানসভার বলগোনা গ্রামে বিজেপির “পরিবর্তন সংকল্প সভা”র আয়োজন করা হয়েছিল । সভাতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি স্নেহময় কুণ্ডু,ব্লক কনভেনার সুব্রত গোস্বামী ছাড়াও অপূর্ব যশ,সঞ্জীব সেন প্রমুখ নেতারা । তারা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন ।
বিজেপির দাবি, স্থানীয় তৃণমূল নেতা সুজয় চৌধুরীর হাত ধরে প্রায় ৫০ টি পরিবার এদিন তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন। সুব্রত গোস্বামীর কথায়,’আসন্ন বিধানসভার ভোটে তৃণমূলের বিসর্জন যে নিশ্চিত তা মানুষ উপলব্ধি করতে পারছেন । তাই তারা একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত ও তোষণবাজ দলের সঙ্গে কোনো ভাবেই আর নিজেদের যুক্ত করতে চাইছেন না ।’ এদিনের যোগদানে তারই প্রমান পাওয়া গেল বলে মনে করছেন তিনি । পাশাপাশি বিজেপি নেতারা জানিয়েছেন যে ভোট যত এগিয়ে আসবে ততই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে যাবে । যদিও আজকের এই যোগদানকে বিশেষ আমল দেয়নি শাসকদল ।।

