প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ জানুয়ারী : বইমেলার আকর্ষণ বাড়াতে মেলার প্রবেশ দ্বারের উপরে বসানো হয়েছিল দেবাদিদেব মহাদেবের মূর্তি। মেলার সাতটা দিন সেখানেই দেবদিদেবের উপবিষ্ট থাকার কথা ছিল।কিন্তু বইমেলার দ্বিতীয় দিনে প্রবেশ দ্বারের উপরে দেবদিদেবকে আর দেখতে পাওয়া যায় না।এই ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই শোড়গোল পড়েযায় পূর্ব বর্ধমানের রায়নার সেহারা বাজার এলাকার বাসিন্দা মহলে। প্রতিবাদে পথে নেমে পড়ে সেহারা বাজার এলাকার হিন্দুত্ববাদীরা । তাঁরা দেবাদিদেবেকে পুণরায় বইমেলার প্রবেশ দ্বারের উপরে স্থাপন করার দাবিতে স্বোচ্চার হন।এর পর দেবাদিদেবের ছবি সম্বলিত সুসজ্জিত ফ্লেক্স বইমেলার প্রবেশদ্বারে উপরে লাগিয়ে বিতর্কের ইতি টানেন আয়োজকরা।
বই পড়ায় উৎসাহ বাড়াতে প্রায় ২৫ বছর ধরে প্রতি জানুয়ারি মাসে রায়নার সেহারা বাজারে অনুষ্ঠিত হয়ে আসছে বইমেলা।এবছরও তার ব্যতিক্রম হয়নি।গত ৬ জানুয়ারি মঙ্গলবার জাঁকজমকপূর্ণ ভাবে সেহারা বাজার বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় । ওই দিন বইমেলা প্রাঙ্গনে মানুষের ভিড় উপচে পড়ে।মেলায় আগতদের সবার নজর কাড়ে মেলার প্রবেশদ্বারের উপরে অধিষ্ঠিত থাকা দেবাদিদেব মহাদেবের প্রকাণ্ড একটি মূর্তি। কিন্তু মেলার দ্বিতীয় দিনে মহাদেবের ওই মূর্তিটি আর দেখতে পাওয়া না যাওয়ায় সবাই অবাক হন।কারা,কি কারণে মূর্তিটি গায়েব করলো,সেই প্রশ্ন সেহারা বাজার এলাকার বাসিন্দাদের মুখে মুখে ঘুরতে শুরু করে। তা জেনে দেবাদিদেবেকে পুণরায় বইমেলার প্রবেশ দ্বারে অধিষ্ঠিত করার দাবিতে হিন্দুত্ববাদীরা পথে নেমে পড়ায় ঘটনা নতুন মাত্রা পেয়ে যায়।
সেহারা বাজার এলাকার হিন্দুত্ববাদীদের পক্ষে সুভাষ পাত্র,কৌশিক আশ এবং তন্ময় দে-রা বলেন,’এবছর সেহারা বাজার বইমেলার প্রবেশ দ্বারের উপরে হিন্দুদের আরাধ্য দেবতা মহাদেবের একটি মূর্তি বসানো হয়। কিন্তু বইমেলা উদ্বোধন হওয়ার পরদিন থেকে ওই মূর্তিটি আর দেখতে পাওয়া যায় না । দেবাদিদেব মহাদেবের মূর্তি এই ভাবে গায়েব করে দেওয়াটা হিন্দু সমাজের কাছে বড়ই অপমানকার।’ আজ ১০ জানুয়ারির মধ্যে দেবাদিদেবকে পুণরায় বইমেলার প্রবেশ দ্বারের উপরে অধিষ্ঠিত করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা । প্রায় একই সুরে ঘটনার সমালোচনা করে জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন,’হিন্দু ধর্ম,সংস্কৃতি ও বিশ্বাসে এখন আঘাত করা হচ্ছে বাংলায় । এটা মেনে নেওয়া যায় না ।’
যদিও এই সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সেহারা বাজার বইমেলা আয়োজক কমিটির সভাপতি সনত দে। তিনি বলেন,বইমেলার প্রবেশ দ্বারের কাঠামোর উপরে বসানো মহাদেবের মূর্তিটি ওজনে খুবই ভারি ছিল।সেই কারণে মেলায় প্রবেশ দ্বারের কাঠামো ঝুঁকে পড়ছিল।বিষয়টি নজরে আসতেই সবার চিন্তা বাড়ে বইমেলায় হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে যদি ওই মূর্তি সহ প্রবেশদ্বার ভেঙে পড়ে তাহলে যে ভয়ংকর ঘটনা ঘটে যাবে,সেটা সকলেই বুঝতে পারেন । তাই বইমেলায় আগত মানুষজনের নিরাপত্তার স্বার্থে প্রকাণ্ড মহাদেবের মূর্তিটি প্রেবেশদ্বারের উপর থেকে নামিয়ে নেওয়া হয় ।’ পরিবর্তে মহাদেবের ছবি সম্বলিত সুসজ্জিত একটি ফ্লেক্স শুক্রবার মেলার প্রবেশদ্বারের উপরে লাগিয়ে দেওয়া হয়েছে বলে সনত দে জানিয়েছেন। এ নিয়ে আর কোনও জটিলতা তৈরি না হওয়ায় আপাতত স্বস্তিতে প্রশাসন ।।

