এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ জানুয়ারী : আজ শুক্রবার ভোরে গঙ্গাসাগর মেলায় বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । পুড়ে ছাই একের পর এক ছাউনি । এদিন ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও আতঙ্কিত পুণ্যার্থীরা। উল্লেখ্য,সদ্য উদ্বোধন হয়েছে গঙ্গাসাগর মেলার। আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হচ্ছে আজ, শুক্রবার থেকে । তার ঠিক আগেই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাকে “অশুভ লক্ষণ” হিসাবে দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গঙ্গাসাগরে পুলিশ কন্ট্রোল রুম আগুনে ভষ্মীভূত হয়ে গেলো! লক্ষণ কিন্তু ভালো নয়!!’
জানা গিয়েছে, এদিন ভোর পাঁচটা নাগাদ কপিলমুনির আশ্রম এলাকায় একটি হোগল পাতার তৈরি ছাউনিতে আগুন দেখতে পান স্থানীয়রা। ছাউনি শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। তারপরই দ্রুত তা ছড়িয়ে পড়ে অন্যান্য ছাউনিতে। ভোরবেলায় হাওয়াতে তা আরও ছড়িয়ে পড়ে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক ছাউনি। স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু তার আগে ভস্মীভূত হয়ে যায় একাধিক তাঁবু । তবে ঠিক কী করে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে ।।

