এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৮ জানুয়ারী : রহস্যজনকভাবে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল এক পরিযায়ী শ্রমিকের বাড়ি । জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে ১ টি গরু ও ৫ টি ছাগল । বরাত জোরে পরিবারের লোকজন প্রাণে বেঁচে গেলেও হাড় হিম করা ঠান্ডায় খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে সর্বশান্ত পরিবারটি । ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া-১ ব্লকের পশ্চিম রুকুন্দিপুরের জাননগর গ্রামের বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক চন্দন সাহার বাড়িতে । সব মিলিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারটির ।
জানা গেছে,রতুয়া ১ নাম্বার ব্লকের পশ্চিম রুকুন্দিপুরের জাননগর গ্রামের বাসিন্দা চন্দন সাহা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন । খড়ের ছাউনি ও ছিটেবেড়া দেওয়া তিন কুঠুরির একটা বাড়ি ছিল তার । পরিবারে রয়েছে স্ত্রী ছায়া সাহা, মেয়ে পূজা সাহা এবং একমাত্র নাবালক ছেলে । একটি ঘরে তারা বসবাস করতেন । একটি ঘরে থাকত গবাদি পশুগুলি এবং অন্য ঘরটি রান্নাঘর হিসাবে ব্যবহার করতেন ।
জানা যায়, বুধবার রাতে মেয়ে পূজাকে নিয়ে পার্শ্ববর্তী গ্রামে মা মনসার গান শুনতে গিয়েছিলেন ছায়া সাহা । হঠাৎ খবর আসে যে তাদের বাড়িতে আগুন লেগেছে । সঙ্গে সঙ্গে তারা ছুটে বাড়ি চলে আসেন । দেখতে পান যে তাদের গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলছে । কিন্তু আগুনের লেলিহান শিখার সামনে তারা কার্যত অসহায়ের মত দাঁড়িয়ে থাকেন । খবর দেওয়া হয় দমকলবাহিনীকে । কিন্তু অনেক দেরিতে দমকল আসায় খাট-বিছানা-গৃহস্থালির যানতীয় সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায় । গবাদি পশুগুলিও জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় । দমকল আসার আগে প্রতিবেশীরা টিউবওয়েল ও মোটর পাম্প ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু আগুন এতটাই ভয়াবহ ছিল যে তারাও কার্যত অসহায় হয়ে পড়েন ৷ তবে গ্রামবাসীদের প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন । আগুন নিয়ন্ত্রণে আনার ঘন্টা দুয়েক পরে আসে দমকলের একটা ইঞ্জিন । ফলে তীব্র ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা ।
এদিকে সর্বস্বান্ত হয়ে ওই অসহায় পরিবারটি কান্না ভেঙে পড়েছেন । তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সহযোগিতার জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । পাশাপাশি তারা রতুয়ার একটি দমকল কেন্দ্র স্থাপনের দাবি তুলেছেন ।।

