এইদিন ওয়েবডেস্ক,মালদা,২০ সেপ্টেম্বর : টিউশন পড়তে যাওয়ার পথে এক নাবালিকাকে জোর করে তুলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গনধর্ষনের অভিযোগ উঠল প্রতিবেশী গ্রামের ৩ ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদহ জেলার রতুয়া থানা এলাকায় । এদিকে ঘটনার পর ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনও অধরা অভিযুক্তরা । নির্যাতিতা কিশোরীর পরিবারের অভিযোগ, অভিযুক্তরা তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ হওয়ায় তাদের গ্রেফতার করতে কোনও আগ্রহ দেখাচ্ছে না পুলিশ । যদিও পুলিশের দাবি অভিযুক্তরা পলাতক । তাদের সন্ধান চলছে । এদিকে দোষীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব ।
রতুয়া থানার মাকাইয়া গ্রামে বাড়ি ওই কিশোরীর । ঘটনাটি ঘটে গত ১০ সেপ্টেম্বর । পরিবার সুত্রে জানা গেছে,ওই দিন সকালে যথারীতি টিউশন পড়তে যায় ওই কিশোরী । কিন্তু সে দীর্ঘক্ষন ধরে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে । কিন্তু তার কোনও সন্ধান পাওয়া যায়নি । শেষে ওই কিশোরী গুরুতর অসুস্থ অবস্থায় টলতে টলতে বাড়ি ফিরে ঘটনার কথা জানায় ।
কিশোরী জানিয়েছে,সে যখন টিউশন পড়তে যাচ্ছিল সেই সময় তার পথ আটকায় পার্শ্ববর্তী বালুপুর গ্রামের বাসিন্দা রহিমুল হক ও তার দুই সঙ্গী । তারা তাকে মুখে রুমাল চেপে ধরে একটা গাড়িতে জোর করে তোলে । তাকে জোর করে মাদক খাওয়ায় । সে অচৈতন্য হয়ে পড়ে । তারপর তার যখন জ্ঞান ফেরে তখন সে দেখে গ্রামের রাস্তার পাশে পড়ে রয়েছে । বুঝতে পারে রহিমুল হকসহ ৩ জন মিলে তার উপর পাশবিক নির্যাতন চালিয়েছে ।
জানা গেছে,অভিযুক্তরা তৃণমূলের ঘনিষ্ঠ হওয়ায় নির্যাতিতা কিশোরীর পরিবারের লোকজন দু’দিন ভয়ে সিঁটিয়ে থাকে । তারপর কিশোরীর মা সাহস করে গত ১৬ সেপ্টেম্বর রহিমুল হকসহ ৩ জনের নামে থানায় এফআইআর দায়ের করেন । ৩ জনের মধ্যে রহিমুল ছাড়াও নির্যাতিতা আরও একজনকে চিনতে পারলেও তৃতীয় জনের পরিচয় জানাতে পারেনি বলে জানা গেছে ৷
বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডলের অভিযোগ, ‘অভিযুক্তরা তৃণমূল কর্মী বলে পরিচিত । তারা জানে তাদের মাথায় দলের দাদাদের হাত আছে । তারা জানে যত বড় অপরাধই করুক পুলিশ তাদের কেশাগ্র স্পর্শ করতে পারবে না । হয়েছেও তাই । অভিযোগ পাওয়ার পরেও পুলিশ অভিযুক্তদের গ্রাম দিয়েই যায়নি । কিন্তু আমরা এটা মেনে নেব না । দোষীদের অবিলম্বে গ্রেফতার না করা হলে আমরা আন্দোলনে নামবো । পুলিশ সুপার ও জেলাশাসকের দপ্তরের সামনে লাগাতার বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যাবো ।’।