এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ জানুয়ারী : খাতায় কলমে ১৯৫৫ সালের ৫ জানুয়ারী জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সেই হিসাবে তার বয়স ৭১ বছর । আজ সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, সেই বিশেষ দিন । তাই মমতা ব্যানার্জির বয়স ৭১ বছর পূর্তিতে তার “দীর্ঘায়ু কামনা” করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি এক্স-এ একটা শুভেচ্ছা পোস্টে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’
তবে বলা হচ্ছে যে সরকারিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ৫ জানুয়ারি হলেও, এই দিনটিতে তাঁর ‘আসল’ জন্মদিন নয়। সেটা কবে? নিজের লেখা ‘একান্তে’ বইতেই এই উত্তরটা দিয়েছেন মমতা । বইয়ের ৮৪ নং পাতার শুরুতেই লেখা –
”মা’র কথানুযায়ী দুর্গাপূজার মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় আমার জন্ম। এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পর নাকি বৃষ্টি থেমে যায়।” তবে এটা মমতার দাবি এবং তার এই দাবির সপক্ষে কোনো প্রামান্য নথি নেই ।
তবে গত বছরে দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী রেখে মমতা জানিয়েছিলেন যে তাঁর বয়স ৭০ নয়, ৬৫ বছর। অর্থাৎ সরকারি নথিতে বর্নিত বয়সের থেকে নিজের বয়স ৫ বছর কম বলে দাবি করেছিলেন । তবে প্রধানমন্ত্রী তাকে আজ জন্মদিনের শুভেচ্ছা জানালেও তৃণমূলের তরফে মমতা ব্যানার্জির জন্মদিন আজ পালন করা হয়নি ।।

