এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ ডিসেম্বর : শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তা স্ত্রীকে আটক করে মার্কিন সেনারা। তাদের দু’জনকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে । এদিকে নিজের রাজ্যের একটি জেলায় নিজের দলেরই দুই কর্মী পিতাপুত্রকে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার পরেও চুপ থাকা সিপিএম ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের প্রতিবাদে “মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি ধ্বংস” করার ডাক দিতে রাজ্য জুড়ে আন্দোলন নামতে চলেছে । সিপিএমের এই “ভন্ড রাজনীতি” নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির যুবমোর্চার সহ সভাপতি তরুনজ্যোতি তিওয়ারি ।
সিপিএমের সোশ্যাল মিডিয়া পেজে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের ঘটনায় লেখা হয়েছে, “ভেনেজুয়েলার পাশে বাংলা. প্যালেস্টাইন থেকে ভেনেজুয়েলা, মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি ধ্বংস হোক। আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভেনেজুয়েলার প্রতি সংহতি জানিয়ে কলকাতায় সিপিআই (এম)র মহামিছিল।” সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই লিখেছে, “প্যালেস্টাইন থেকে ভেনেজুয়েলা, মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি ধ্বংস হোক ।” পাশাপাশি তারা একটা পোস্টারে লিখেছে,”প্যালেস্টাইন থেকে ভেনেজুয়েলা, মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি ধ্বংস হোক। ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে অন্যায় ভাবে অপহরণের বিরুদ্ধে রাজ্যজুড়ে বিক্ষোভ ৫ই জানুয়ারি, ২০২৬ ।”
তরুনজ্যোতি তিওয়ারি সিপিএমের ওই সমস্ত পোস্টগুলির স্ক্রীন শর্ট এক্স-এ শেয়ার করে লিখেছেন, ‘অদ্ভুত এক রাজনৈতিক প্রজাতি আছে—নাম বামফ্রন্ট। এরা পুরো পৃথিবীর সব অত্যাচার দেখতে পায়,শুধু হিন্দুদের উপর হওয়া অত্যাচারটা এদের সামনে যেন ব্লার হয়ে যায় । চন্দন দাস, হরো গোবিন্দ দাস—নিজেদের দলের কর্মী খুন হল,পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ? Error 404: Humanity Not Found.
বাংলাদেশে হাসিনার সরকার ফেলার আন্দোলন চলল- সঙ্গে সঙ্গে সমর্থন, কলকাতায় মিছিল,বাংলাদেশে হিন্দু খুন শুরু হল— Absolute pin-drop silence.
দিনের পর দিন হিন্দু মারা যাচ্ছে,আর এরা তখন ব্যস্ত—Palestine Palestine করে কাঁদতে ।’
তরুনজ্যোতির কথায়,’এই ঘর ভাঙানি পর ভোলানি বামফ্রন্টরা বাবার নাম ভুলে ভিয়েতনাম মনে রাখে,কিছু বাম তো আবার কিউবাকেই নিজের বাবা ভাবে। চীনের কথা আর কি বলব!ভারতের প্রতি যতটা অনুগত না,তার থেকেও বেশি অনুগত ড্রাগনের কাছে ।’ তিনি আরও লিখেছেন,’একটা বিখ্যাত quote আছে শুনেছেন তো?“If you are not a communist by age 20, you have no heart.If you are still a communist by age 30, you have no brain.”পশ্চিমবঙ্গের বামদের কোন দলে ফেলবেন? ওরা নিজেরাই ঠিক করে দেয়- নিজেদের কাজকারবার দিয়ে।’ তরুনজ্যোতি সিপিএমকে কটাক্ষ করে বলেছেন, ‘Gaza থেকে শুরু করে ভেনেজুয়েলা, এরা সবার পাশে থাকে।বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের হিন্দুদের এরা দেখতে পায় না। নিজের দলের কর্মী হরগোবিন্দ এবং চন্দন দাস কে দেখতে পায় না ।’

