এইদিন ওয়েবডেস্ক,শরীয়তপুর,০৩ জানুয়ারী : বাংলাদেশের শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই গ্রামের সাদাসিধে মানুষ পল্লী চিকিৎসক ও কেউরভাঙ্গা বাজারের ওষুধ ও বিকাশ/নগদ এজেন্ট ব্যবসায়ী খোকন দাস আজ শনিবার সকাল ৭.২০মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বার্ণ ইউনিটের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।
খোকন দাস তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে,বাড়ির কাছাকাছি আসতেই স্থানীয় তিন চারজন মুসলিম কিশোর-যুবক মিলে তার পেট চিড়ে নাড়িভুড়ি বের করে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় । ।আগুনে পুড়ে যায় গোটা শরীর। বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এই ঘটনা ঘটে।
পরে এলাকার লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরিত করা হয় ।আহত ব্যবসায়ী খোকন চন্দ্র দাস (৫০) একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তিলই গ্রামের পরেশ দাসের ছেলে। পেশায় তিনি ওষুধ ব্যবসায়ী ও গ্রাম্য চিকিৎসক। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের এজেন্ট সেবার ব্যবসা পরিচালনা করতেন। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার কেউরভাঙ্গা বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্রে নাম প্রকাশ না করার শর্তে জানা যায়,খোকন দাসকে পরিকল্পিতভাবে হত্যা করতেই এই হামলা করা হয়েছে বলে জানান।তারা আরো বলেন তার সাথে এলাকায় কারো সাথে কোন বিরোধ ছিলনা।এ অবস্থায় এলাকায় আমরা ভীত-সন্ত্রস্ত পরিস্থিতিতে বসবাস করছি। যদিও এখনো পর্যন্ত প্রধান আসামি রাব্বি মোল্লাসহ কোনো ঘাতককেই গ্রেপ্তার করেনি মহম্মদ ইউনূসের পুলিশ ।।

