এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ জানুয়ারী : চলতি বছরেই এরাজ্যের বিধানসভার ভোট । তার আগে মালদায় চরম ধাক্কা খেলো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । ফের কংগ্রেসে যোগদান করলেন গনি খান চৌধুরীর উত্তরসূরি মৌসম বেনজির নূর । আজ শনিবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে তিনি পুরনো দল কংগ্রেসে যোগদান করেন । তাকে দলে স্বাগত জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশসহ অনান্যরা । দলত্যাগী মৌসম জানিয়েছেন যে তিনি রাজ্যসভার সাংসদসহ তৃণমূলের সমস্ত পদে পদত্যাগ করেছে । উল্লেখ্য, দিন তিনেক আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৌসমকে মালদার চারটি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর করা হয়েছিল। কিন্তু তিনি সেই পদ গ্রহণ করার বদলে পুরনো দলে ফিরে গেলেন ।
যদিও তার দলত্যাগকে মোটেও আমল দিতে রাজি নন জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের কথায়, মৌসম নূরকে সম্মান জানিয়ে রাজ্যসভার সাংসদ করেছিল দল । কিন্তু ওনার চাহিদা অনেক । কিন্তু একজনের অত চাহিদা তো পূরণ করা সম্ভব নয়৷ তাই তিনি কিছু পাবার আশায় দলত্যাগ করেছেন ।
প্রসঙ্গত,কংগ্রেসের টিকিটে মালদা উত্তর কেন্দ্র থেকে পরপর দু’বার সাংসদ নির্বাচিত হন মৌসম বেনজির নূর । ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেস ত্যাগ করে ঘাসফুল শিবিরে নাম লেখান। কিন্তু তৃণমূলের টিকিটে তিনি বিজেপির খগেন মুর্মুর কাছে পরাজিত হন। লোকসভা ভোটে হারার পর তৃণমূল তাঁকে রাজ্যসভায় পাঠালেও গত ২০২৪-এর নির্বাচনে তাঁকে আর প্রার্থী করা হয়নি। এমনকী একুশের বিধানসভাতেও টিকিট পাননি তিনি।রাজনৈতিক মহলের মতে, দলে ক্রমাগত কোণঠাসা হওয়া এবং গুরুত্ব কমে যাওয়াই তাঁর এই সিদ্ধান্তের মূল কারণ।
অন্যদিকে শুক্রবার শুভেন্দু অধিকারীর সভার দিনেই মালদার রতুয়ায় তৃণমূলে ভাঙন ধরাল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম । শুক্রবার রাতে মালদার রতুয়া-১ ব্লকের দেবীপুর অঞ্চলের বাহিরকাপ, ফুলবান্ধা সহ মোট চারটি এলাকার প্রায় ৪০০ পরিবার তৃণমূল ও অন্যান্য দল ছেড়ে মিম পার্টিতে যোগদান করেছে বলে দাবি এআইএমআইএম নেতৃত্বের। রতুয়া- ব্লক এআইএমআইএম সভাপতি শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে এই যোগদান সভা হয় ।।

