পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০১ জানুয়ারী : ৩১শে ডিসেম্বর রাতটা যুবসম্প্রদায়ের কাছে জমিয়ে উপভোগ করার দিন । কারন পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য দিনটা নির্ধারিত । থাকে ঢালাও মাংস ও মদের আয়োজন । আর বর্ষবরণের উদ্যাম আনন্দ করার জন্য ঘটে যায় মর্মান্তিক কিছু দুর্ঘটনাও ৷ মদ্যপ অবস্থায় গাড়ি বা বাইক চালাতে গিয়ে প্রাণ হারাতে হয় অনেককে । অতীতের এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগে থেকেই সতর্ক ছিল পূর্ব বর্ধমান জেলার কালনা পুলিশ । মদ্যপ গাড়ি ও বাইক চালকদের ধরতে ব্রেথ অ্যানালাইজার নিয়ে কালনা ট্রাফিক পুলিশের বিশাল দল বুধবার রাতে রাস্তায় নেমে পড়ে৷ রাতভর ধরে ধরে গাড়ি ও বাইক চালকদের পরীক্ষা করা হয় । কালনা বৈদ্যপুর মোড়ে ট্রাফিক ওসি-এর নেতৃত্বে চলে এই অভিযান ৷ তবে ভালো লক্ষণ যে পুলিশ একজনও মদ্যপকে চিহ্নিত করতে পারেনি ।
এদিকে আজ বৃহস্পতিবার ইংরাজির ২০২৬ সালের প্রথম দিনে নিরিবিলি জায়গায় গিয়ে পিকনিক করার রেওয়াজ রয়েছে৷ জমিয়ে খাওয়া দাওয়ার পাশাপাশি বক্স বাজিয়ে নেচেগেয়ে বর্ষবরণ উদযাবন পরে তরুন প্রজন্ম ৷ কেউ কেউ অতি উৎসাহী মদ্যপান করে দিনটা উপভোগ করতে চান । ফলে আজকের দিনটাও পুলিশের জন্য ব্যস্ততম একটা দিন হতে চলেছে । তবে কালনা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্ষবরণের আনন্দের কারনে যাতে কোনওভাবেই দুর্ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই এই অভিযান আজও চলবে । সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই চেকিং চলবে বলেও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে । পুলিশের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো গাড়ি বা বাইক চালককে মদ্যপ অবস্থায় পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । কালনায় বেশ কিছু পিকনিক স্পষ্ট রয়েছে । বিশেষ করে ওই জায়গাগুলির উপর পুলিশের কড়া নজর থাকবে বলে জানা গেছে । পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।।

