এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,৩১ ডিসেম্বর : বাংলাদেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে ও বিএনপি নেতা তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি তুলে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর । তিনি এক্স-এ দুটি ছবি পোস্ট করে লিখেছেন,’ঢাকায় পৌঁছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র বিএনপি নেতা তারেক রহমানের সাথে দেখা করলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তাকে হস্তান্তর করলাম। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানালাম। আস্থা প্রকাশ করলাম যে বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে পথ দেখাবে।’
আজ বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আজ দুপুরে ঢাকায় আসেন জয়শঙ্কর। ঢাকায় বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর চিঠি তুলে দেন । এরপর বিকালে ঢাকা ত্যাগ করেন তিনি । প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী, যিনি ঢাকায় এলেন।
বিশেষজ্ঞদের মতে,এই সাক্ষাৎ নিছক সৌজন্য নয়।বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের মুহূর্তে সব গণতান্ত্রিক ধারার সঙ্গে যোগাযোগ বজায় রাখতেই বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর নিজেই ঢাকায় গেছেন বলে মনে করা হচ্ছে । বার্তাটা পরিষ্কার—নয়াদিল্লি কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র, জনগণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয়। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, জয়শঙ্করের নিজেই ঢাকায় যাওয়া ভারত–বাংলাদেশ সম্পর্কে একটি নতুন ভারসাম্যপূর্ণ অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। কূটনীতিতে অনেক সময় নীরব উপস্থিতিই সবচেয়ে বড় বার্তা দেয়—আর ঢাকায় জয়শঙ্করের এই সফর ঠিক তেমনই এক তাৎপর্যপূর্ণ ইশারা বলে মনে করা হচ্ছে ।।

