এইদিন ওয়েবডেস্ক,লক্ষ্ণৌ,১৯ সেপ্টেম্বর : ছেলে বাড়ির পাশে দোকানে বসে আড্ডা দিচ্ছিল । বাবার নজরে পড়ে যাওয়ায় ছেলেকে এনিয়ে বকাঝকা করেন । ছেলেকে বাড়িতে গিয়ে বই নিয়ে বসার কথা বলেন বাবা । আর এই অপরাধের জন্য বাড়ি ফিরে এসে বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল গুনধর ছেলে ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের চিনহাট থানা এলাকার মটিয়ারিতে । অখিলেশ যাদব ওরফে টিঙ্কু নামে ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহিয়া হাসপাতাল ভর্তি করা হয় । পরে তাঁর অবস্থার অবনতি হলে ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয় ।
জানা গেছে,অখিলেশ যাদব তাঁর পরিবারের সাথে মটিয়ারির নানুহা বিহার কলোনিতে বসবাস করেন । রবিবার সকালে তিনি প্রাতভ্রমণে বেড়িয়েছিলে । ফেরার পথে দেখেন তাঁর ছেলে বাড়ির কাছেই একটা দোকানে বসে আড্ডা দিচ্ছে ৷ সকাল বেলাতেই পড়াশোনা ছেড়ে ছেলেকে দোকানে বসে আড্ডা দিতে দেখে খারাপ লাগে অখিলেশের । তিনি এই কারনে ছেলেকে বকাঝকা করেন । সেই সঙ্গে তিনি বাড়ি গিয়ে পড়াশোনা করার নির্দেশ দেন ছেলেকে । কিন্তু সকলের সামনে বকাঝকা করায় সম্মানে লেগেছিল ছেলে । এরপর সে বাড়ি ফিরে এসে বাবারই লাইসেন্সধারী পিস্তল নিয়ে গুলি চালিয়ে দেয় । গুলি এসে লাগে অখিলেশের উরুতে । পরিবারের লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ ।
চিনহাট থানার ওসি ঘনশ্যাম মণি ত্রিপাঠি জানিয়েছে,এনিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি । অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে ।।