এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ ডিসেম্বর : বিহার আর পশ্চিমবঙ্গের “হিন্দিভাষী মুসলিমরা” পাকিস্তানের সিম ব্যবহার করে হুমকি কল করছে বলে অভিযোগ তুললেন বিজেপির সংখ্যালঘু মোর্চার নেত্রী নাজিয়া ইলাহি খান ৷ তিনি এও প্রশ্ন তুলেছেন যে ওই সমস্ত হুমকিদাতারা হাফিজ সঈদ, লস্কর-এ- তৈয়বা বা জৈশ-ই-মহম্মদের সন্ত্রাসী নয় তো ?
সোমবার রাত ১১:৪৮ নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন নাজিয়া৷ ২ মিনিটের ওই ভিডিওতে তিনি অভিযোগ করেছেন,’আমি প্রমান সহ বহু কথোপকথনের রেকর্ড পোস্ট করেছি, যেগুলি পাকিস্তান থেকে কল করে আমায় হুমকি, গালাগালি দেওয়া হয়েছিল । কিন্তু এটা ভাবার বিষয় যে পাকিস্তানের নম্বর কিছু এমন কল আসছে যারা পশ্চিমবঙ্গে অথবা বিহারে থাকে ।’
নাজিয়ার প্রশ্ন,’এই পাকিস্তানি সিম কার্ডগুলি কে সরবরাহ করছে? কারা সরবরাহ করছে ? কাদের এগুলো সরবরাহ করছে ? আমাদের কি ধরে নেওয়া উচিত যে তারা সবাই কোন পাকিস্তানি সন্ত্রাসী সংগঠনের সদস্য?নাকি তারা কেবল পাকিস্তানের প্রতি ভালোবাসা নিয়ে ভারতে বসবাসকারী সাধারণ পাকিস্তানি?’ তিনি বলেন,’যারা পাকিস্তানের সিম ব্যবহার করছে তারা হাফিজ সঈদের জিহাদি নয় তো ? তারা লস্কর-এ- তৈয়বা বা জৈশ-ই- মহম্মদের সন্ত্রাসী নয় তো ?’
এর আগে নাজিয়া ইলাহি খান খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন যে তিনি যদি খুন হয়ে যান তাহলে তার জন্য “ফিরহাদ হাকিম,ইলতিজা মুফতি ও ধর্ষক নাসির খান দায়ি হবে”। বিশেষ করে তিনি ফিরহাদ হাকিমের সম্পর্কে বলেছিলেন, ‘আমার মোবাইল নম্বর পশ্চিমবঙ্গ থেকে ছড়ানো হয়েছে। আর ফিরহাদ হাকিম ২০১৬ সালের ২ মে পাকিস্তানের দ্য ডন কাগজের মহিলা সাংবাদিকের কাছে কলকাতাকে মিনি পাকিস্তান বলেছিলেন,তখন আমি বিরোধ করেছিলাম। ২০২৪ এবং ২০২৫ সালেও তার ইসলামিক কথাবার্তাতেও আমি অনেক বিরোধ করেছিলাম। ২০১৬ সাল থেকে ২০২৫ সাল শেষ হওয়ার মুখে, কিন্তু ফিরহাদ হাকিম এখনো আমায় খুন করার ইচ্ছা পোষণ করেন (খুন কা পিয়াসি) । এমনকি ফিরহাদ হাকিম আমার পিছনে নাসির খান নামে এক ধর্ষককে লাগিয়েছে । একটা ছোট ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং তার পোষা গুন্ডার মাধ্যমে যে আমায় অপমান করে,অশালীন কথা বলে,অবমাননা করে ।’ সবশেষে নাজিয়া বলেন,’এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে ফিরহাদ হাকিম,ইলতিজা মুফতি ও ধর্ষক নাসির খান দায়ি হবে। হর হর মহাদেব ।’।

