এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,৩০ ডিসেম্বর : মহারাষ্ট্রের মুম্বাইয়ের ভান্ডুপ (পশ্চিম) রেলওয়ে স্টেশনের কাছে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। একটি দ্রুতগামী BEST বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের পিষে দেয় । এতে চারজন নিহত এবং আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশিত হয়েছে ।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর, ২০২৫) রাত ৯:৩৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক একটি শাড়ির দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক সেই সময় একটি দ্রুতগামী BEST বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে যায় । কিছু লোককে তাদের জীবন বাঁচাতে দোকানের ভেতরে দৌড়ে পালাতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, বাস চালককে আটক করা হয়েছে এবং তার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য বর্তমানে তদন্ত চলছে।।

