এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৯ ডিসেম্বর : গত ৭ নভেম্বর, নিজের জন্মদিনে “সেবাশ্রয় ২”-এর বিস্তারিত সূচি ঘোষণা করেন অভিষেক ব্যানার্জি । গত ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২২ জানুয়ারি পর্যন্ত এই শিবির চলার কথা । এই ক্যাম্পের উদ্দেশ্য হল : চোখ, রক্তচাপ, সুগার থেকে ক্যানসার প্রভৃতি বিভিন্ন ধরনের অসুস্থতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া । সেই সাথে প্যারাসিটামল ট্যাবলেট বিলি ও রক্তপরীক্ষাও করা হবে বলে জানা গেছে । আগামী ১৫-ই জানুয়ারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী এলাকা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে এই “সেবাশ্রয় ২” ক্যাম্পের উদ্বোধন করছে চলেছেন অভিষেক৷ তার আগে নিজের নির্বাচনী এলাকার মানুষদের “সাবধান” করে দিয়ে শুভেন্দু বলেছেন যে হিন্দুদের জনসংখ্যা কমাতে প্যারাসিটামলের নামে জন্ম নিরোধক ট্যাবলেট বিলি করতে পারে তৃণমূল । এমনকি তিনি তৃণমূলের ক্যাম্পে গিয়ে শরীরে ছুঁচ ফোটানোর অনুমতি দিতে নিষেধ করেন।
সম্প্রতি অভিষেক ব্যানার্জি বলেছিলেন,নন্দীগ্রাম থেকে অনেক রিকোয়েস্ট এসেছিল এমন ক্যাম্প করার জন্য । আমরা ওখানে দুটো মডেল ক্যাম্প করব । নন্দীগ্রাম-১ ও ২ নম্বর ব্লকের জন্য দুটি ক্যাম্প করা হবে । যেহেতু ১৫ তারিখে “যতই করো হামলা,আবার জিতবে বাংলা” কর্মসূচিতে আমি পূর্ব মেদিনীপুরে থাকব,তাই ক্যাম্প উদ্বোধনে আমি থাকব ।’ আজ “বিজেপি কার্যকর্তাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও মহিলাদের উপর অমানবিক পুলিশি নির্যাতনের প্রতিবাদে” বিজেপির তমলুক সাংগঠনিক জেলার ডাকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে একটি পথসভায় শুভেন্দু অধিকারী বলেন,’ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছে ৷ কে অনুরোধ করেছে…সুফিয়ান ? ৷ কে অনুরোধ করেছে
….মামনির গায়ে বোম ছুড়েছিল যে? কে অনুরোধ করেছে…দেবব্রত মাইতির খুনিরা ? কে অনুরোধ করেছে…সিডিউল কাস্ট ৬৫ বছরের মহিলা রথিবালা আড়ির খুনিরা ? কাদের অনুরোধে তিনি সেবাশ্রয় করবেন৷’ তিনি বলেন,’আমি হিন্দু জনগনকে বলছি, চুরির মাল আছে, তাই ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে । ওই ট্যাবলেট খাবেন না৷ আমি তো কমবেশি ডেইলি সেবা দিই ৷ এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক । নন্দীগ্রামে হিন্দুরা বাংলাদেশের মত সংখ্যালঘু হয়ে যায় । কে বলতে পারে যে এই ট্যাবলেটের মধ্যে জন্মনিয়ন্ত্রণ করার ট্যাবলেট নেই ? খুব সাবধান । বিশেষ করে আমার সনাতনী হিন্দুদের বলব । ছুঁচ ফোটাবেন না, এদের কাছে ব্লাড দেবেন না । কি ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান ।’
সেই সাথে বিজেপি বিরোধী মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন,’কোভিডে সময় ভ্যাকসিন নিয়েছে, বলছে এটা প্রধানমন্ত্রী দিয়েছে নরেন্দ্র মোদি নয়,এটা আমার অধিকার । প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশন ব্যাগ ভরে ভরে নিয়ে আসবে, বলবে এটা আমার অধিকার । ভোটের সময় যাবেন, নিজেরা যেতে না পারলে মহিলাদের হাতে ঝাঁটা ধরিয়ে, কালো পতাকা দিয়ে দাঁড় করিয়ে রাখবে পাথর ছোড়ার জন্য । বলবে এরা জয় শ্রী রামের পার্টি এসেছে রে, এরা হিন্দু লোক এসেছে । মোদিজীর শৌচাগার, ঘর নেওয়ার সময় বলবে না এরা হিন্দুদের পার্টি ।’
প্রসঙ্গত,সম্প্রতি নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের জেলেমারা গ্রামের এক বিজেপি কর্মীকে নামে পেয়ে তার স্ত্রীকে মারধর ও ব্লাউজ ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে নন্দীগ্রাম থানার পুলিশের বিরুদ্ধে । অভিযুক্ত এক সাব ইনস্পেকটর ও ৫ সিভিক ভলান্টিয়ারের ছবি ও নাম প্রকাশ্যে আনেন শুভেন্দু অধিকারী । যদিও ঘটনার দিনই পরে বিজেপি কর্মীকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ । ওই ঘটনার প্রতিবাদে আজ সোমবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রাম জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী । মিছিল শেষে তিনি পথসভা করেন । সভায় তিনি বলেন,’মুকুল মল্লিক(এস আই) ও তার সাথে যে সিভিকগুলো গিয়েছিল,বিশ্বজিৎ জানাসহ প্রত্যেকের নামে এফআইআর হবে । এসসি সেকশন লাগবে । অনেক দূর নিয়ে যাব । কিচ্ছু করতে পারবেন না আপনারা । ছাড়া হবে না । পার্থ, কেষ্টকে বাঁচাতে পারেনি মমতা ব্যানার্জি । আপনাদেরও পারবে না ।’।

