এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ ডিসেম্বর : খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন বিজেপির সংখ্যালঘু নেত্রী নাজিয়া ইলাহি খান । আর তিনি “কোনো সাজানো দুর্ঘটনায়” মারা গেলে মেহেবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি এবং পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম দায়ি হবে বলে জানিয়েছেন । বিশেষ করে ফিরহাদ হাকিমকে তিনি তার “খুন কা পিয়াসি” বলেও মন্তব্য করেছেন । ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নাজিয়া আরও অভিযোগ তুলেছেন যে জনৈক “নাসির খান” নামে এক “দুষ্কৃতী”কে তিনি তার পিছনে লাগিয়ে রেখেছেন ।
একটি ভিডিও-তে নাজিয়া ইলাহি খান বলেছেন, ‘বন্দেমাতরম । হর হর মহাদেব৷’ এরপর তিনি বলেন, ‘মেহেবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি যখন থেকে ইন্ডিগো আবদুল্লা খানের মামলায় আমার বিরুদ্ধে টুইট করেছে তখন থেকে কাশ্মীর ও পাকিস্তান থেকে অসংখ্য কল করে হুমকি ও গালাগালি দিচ্ছে । আমি পাকিস্তান, পশ্চিমবঙ্গ এবং কাশ্মীর থেকে অসংখ্য কল পাচ্ছি । যেখানে আমায় নোংরা গালাগালি দিচ্ছে, হুমকি দিচ্ছে,আমার কাপড় ছেঁড়ার কথা বলছে, পুলিশের সামনে আমায় মারবে বলছে । এখন আমি যদি মরে যাই বা আমার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে তার জন্য দায়ি হবে ইলতিজা মুফতি । তার পাশাপাশি ফিরহাদ হাকিম হবে ।’
নাজিয়া ইলাহি খান আরও বলেছেন,’কারন আমার মোবাইল নম্বর পশ্চিমবঙ্গ থেকে ছড়ানো হয়েছে৷ আর ফিরহাদ হাকিম ২০১৬ সালের ২ মে পাকিস্তানের দ্য ডন কাগজের মহিলা সাংবাদিকের কাছে কলকাতাকে মিনি পাকিস্তান বলেছিলেন,তখন আমি বিরোধ করেছিলাম৷ ২০২৪ এবং ২০২৫ সালেও তার ইসলামিক কথাবার্তাতেও আমি অনেক বিরোধ করেছিলাম৷ ২০১৬ সাল থেকে ২০২৫ সাল শেষ হওয়ার মুখে, কিন্তু ফিরহাদ হাকিম এখনো আমায় খুন করার ইচ্ছা পোষণ করেন (খুন কা পিয়াসি) ৷ এমনকি ফিরহাদ হাকিম আমার পিছনে নাসির খান নামে এক ধর্ষককে লাগিয়েছে । একটা ছোট ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং তার পোষা গুন্ডার মাধ্যমে যে আমায় অপমান করে,অশালীন কথা বলে,অবমাননা করে ।’ সবশেষে নাজিয়া বলেন,’এখন আমার যদি কিছু হয়ে যায় তাহলে ফিরহাদ হাকিম,ইলতিজা মুফতি ও ধর্ষক নাসির খান দায়ি হবে৷ হর হর মহাদেব ।’
প্রসঙ্গত,নাজিয়া এলাহি খান বিজেপির পশ্চিমবঙ্গ শাখার একজন সক্রিয় সদস্য ছিলেন এবং বিজেপির মজদুর ও আইন সেলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দলের সংখ্যালঘু মুখ হিসেবে পরিচিত এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলে বিজেপির প্রতিনিধিত্ব করে বিতর্কে অংশ নেন । বর্তমানে হিন্দুত্ববাদী প্রচারের পাশাপাশি “লাভ জিহাদ” নিয়ে সচেতনতামূলক প্রচার করেন । পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ও বিভিন্ন মঞ্চ থেকে ইসলামি চরমপন্থার বিরুদ্ধে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছেন তিনি ।।

