এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ ডিসেম্বর : বেপরোয়া মারুতি ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের । গুরুতর জখম আরও দুই বাইক আরোহী। দুর্ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেলে বর্ধমান কাটোয়া সড়কপথে কাটোয়ার গাঙ্গুলিডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে । মৃত বাইক চালককে মঙ্গলকোটের সিনুট গ্রামের বাসিন্দা বাদশা শেখ (২৩) নামে চিহ্নিত করেছে পুলিশ । তার দুই সঙ্গী ইউনিস শেখ ও শেখ আব্দুল রহিম বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । তাদের বাড়ি মঙ্গলকোট থানার কৃষ্ণবাটি গ্রাম ৷ তারা মৃত যুবকের আত্মীয় বলে জানা গেছে ।
জানা গেছে,কাটোয়ার খাঁয়েরহাট গ্রামে মেলা চলছে । দিন তিনেক আগে দুটি বাইকে চড়ে সেই মেলা দেখতে গিয়েছিলেন তিন যুবক । খাঁয়েরহাট গ্রামের এক আত্মীয়বাড়িতে ছিলেন তারা । আজ বিকেলে বাড়ি ফিরছিলেন । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাইক চালিয়ে আসছিলেন ইউনিস শেখ । অন্য বাইকে ছিল বাদশা শেখ ও আব্দুল রহিম । সড়কপথে পাশাপাশি বাইক চালিয়ে তারা গল্পগুজব করতে করতে বাড়ি ফিরছিল । তারা গাঙ্গুলিডাঙ্গার কাছে আসতেই বিপরীত দিক থেকে একটি মারুতি ভ্যান বাইক দুটিকে সজোরে ধাক্কা দেয় । পাইকসহ তারা রাস্তায় ছিটকে পড়ে । পরে তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাদশা শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।।

