এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৮ সেপ্টেম্বর : বছর তিনেকের এক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে পড়ল একটি যাত্রীবাহী বাস । যদিও শেষ পর্যন্ত বাসের চাকায় পিষ্ট হয়েই মৃত্যু হয় ওই শিশুটির । এদিকে বাস উলটে পড়ার কারনে জখম হল প্রায় ৩০ জন বাসযাত্রী । শনিবার বিকেলে দূর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার বাকিপুর গ্রামের কাছে মালদা-মানিকচক রাজ্য সড়ক পথে । খবর পেতেই দুর্ঘটনাস্থলে প্রচুর সংখ্যক লোকজন জড়ো হয়ে যায় । আসে মানিকচক থানার পুলিশ । শেষে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করে । তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে ।
এদিন বিকেলে মানিকচক থেকে মালদার মুখে যাচ্ছিল ওই যাত্রীবাহী বাসটি । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,সেই সময় বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল । বাকিপুর গ্রামের কাছে বাসটি আসতেই একটি বছর তিনেকের শিশু মালদা-মানিকচক সড়ক পথের উপর আচমকা উঠে পড়ে । ওই শিশুটিকে বাঁচাতে গিয়ে বাসটি বাম দিকে টার্ন নেয় । কিন্তু সেই সময় বাসটি প্রচন্ড গতিতে চলছিল বলে চালক আর নিয়ন্ত্রন রাখতে পারেনি । বাসটি গিয়ে উলটে পড়ে সড়ক পথের পাশে নয়ানজুলিতে । বাসটির অর্ধাংশ নয়ানজুলির জলে ডুবে যায় ।
দূর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । আশপাশের গ্রাম থেকে কয়েক হাজার মানুষ দূর্ঘটনাস্থলে এসে ভিড় জমান । অবরুদ্ধ হয়ে পড়ে মালদা-মানিকচক রাজ্য সড়ক পথ ।।