এইদিন ওয়েবডেস্ক,কেরালা,২৫ ডিসেম্বর : নাবালিকা মেয়েকে ধর্ষণ এবং গর্ভধারণের অভিযোগে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে ৫৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩.৫ লক্ষ টাকা জরিমানা করেছে কেরালার ইদুক্কি (Idukki) জেলার থোদুপুঝা (Thodupuzha) পকসো আদালত। পকসো আদালতের বিশেষ বিচারক অ্যাশ কে. বাল মূলাত্তম পুথানপুরাক্কলের অভিযুক্ত অশ্বিন কান্নানকে এই সাজা দিয়েছেন।
ঘটনাটি ২০২০ সালের মার্চ মাসের । করিনকুন্নম থানায় অভিযোগ পাওয়ার পর, ইদুক্কি শিশু কল্যাণ কমিটি কিশোরীর জবানবন্দি রেকর্ড করে। মেডিকেল পরীক্ষায় দেখা যায় যে মেয়েটি গর্ভবতী ছিল। ডিএনএ পরীক্ষায় শিশুটির পিতৃত্ব নিশ্চিত হওয়ার পর অশ্বিনের মামলা আরও জটিল হয়ে ওঠে। বিচার চলাকালীন পলাতক আসামিকে পরে সাজান স্যামুয়েল হত্যা মামলায় অভিযুক্ত দেখিয়ে আবার গ্রেপ্তার করা হয়। মেয়েটির বাড়িতে অনুপ্রবেশের অভিযোগে তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
বারবার যৌন নির্যাতনের অভিযোগে তাকে ৫০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২.৭৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার মধ্যে ২ লক্ষ টাকা ভুক্তভোগীকে দিতে হবে। যদি টাকা না দেওয়া হয়, তাহলে তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে মেয়েটিকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে।।

