• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শ্রী দেব্যথর্বশীর্ষম্ : মহাদেবীর এই স্তোত্র পাঠে পাপনাশ ও মোক্ষলাভ হয়

Eidin by Eidin
December 25, 2025
in ব্লগ
শ্রী দেব্যথর্বশীর্ষম্ : মহাদেবীর এই স্তোত্র পাঠে পাপনাশ ও মোক্ষলাভ হয়
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্রী দেব্যথর্বশীর্ষম্ হল একটি গুরুত্বপূর্ণ বৈদিক স্তোত্র যা দেবী (মহাদেবী) কে উৎসর্গীকৃত, যেখানে দেবী নিজেকে ব্রহ্মস্বরূপিণী এবং মহাবিশ্বের কারণ হিসেবে বর্ণনা করেছেন; এটি শক্তি উপাসনার একটি অংশ এবং এর পাঠে পাপনাশ ও মোক্ষলাভের কথা বলা হয়েছে, যা সকল প্রকার দুঃখ দূর করে। এটি অথর্ববেদের অংশ এবং এতে দেবী দুর্গা, মহাবিদ্যা, ও পরম শক্তির বর্ণনা আছে। 

ওং সর্বে বৈ দেবা দেবীমুপতস্থুঃ কাসি ত্বং মহাদেবীতি ॥ ১ ॥

সাঽব্রবীদহং ব্রহ্মস্বরূপিণী ।
মত্তঃ প্রকৃতিপুরুষাত্মকং জগত্ ।
শূন্যং চাশূন্যং চ ॥ ২ ॥

অহমানংদানানংদৌ ।
অহং-বিঁজ্ঞানাবিজ্ঞানে ।
অহং ব্রহ্মাব্রহ্মণি বেদিতব্যে ।
অহং পঞ্চভূতান্যপংচভূতানি ।
অহমখিলং জগত্ ॥ ৩ ॥

বেদোঽহমবেদোঽহম্ ।
বিদ্যাঽহমবিদ্যাঽহম্ ।
অজাঽহমনজাঽহম্ ।
অধশ্চোর্ধ্বং চ তির্যক্চাহম্ ॥ ৪ ॥

অহং রুদ্রেভির্বসুভিশ্চরামি ।
অহমাদিত্য়ৈরুত বিশ্বদেবৈঃ ।
অহং মিত্রাবরুণাবুভৌ বিভর্মি ।
অহমিংদ্রাগ্নী অহমশ্বিনাবুভৌ ॥ 5 ॥

অহং সোমং ত্বষ্টারং পূষণং ভগং দধামি ।
অহং-বিঁষ্ণুমুরুক্রমং ব্রহ্মাণমুত প্রজাপতিং দধামি ॥ ৬

অহং দধামি দ্রবিণং হবিষ্মতে সুপ্রাব্যে যজমানায় সুন্বতে ।
অহং রাষ্ট্রী সংগমনী বসূনাং চিকিতুষী প্রথমা যজ্ঞিয়ানাম্ ।
অ॒হং সু॑বে পি॒তর॑মস্য মূ॒র্ধন্মম॒ যোনি॑র॒প্স্বংতঃ স॑মু॒দ্রে ।
য এবং-বেঁদ । স দেবীং সংপদমাপ্নোতি ॥ ৭ ॥

তে দেবা অব্রুবন্
নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততং নমঃ ।
নমঃ প্রকৃত্য়ৈ ভদ্রায়ৈ নিয়তাঃ প্রণতাঃ স্ম তাম্ ॥ ৮ ॥

তাম॒গ্নিব॑র্ণাং॒ তপ॑সা জ্বলং॒তীং-বৈঁ॑রোচ॒নীং ক॑র্মফ॒লেষু॒ জুষ্টা᳚ম্ ।
দু॒র্গাং দে॒বীং শর॑ণং প্রপ॑দ্য়ামহেঽসুরান্নাশয়িত্র্য়ৈ তে নমঃ ॥ ৯ ॥

(ঋ.বে.8.100.11)
দে॒বীং-বাঁচ॑মজনয়ংত দে॒বাস্তাং-বিঁ॒শ্বরূ॑পাঃ প॒শবো॑ বন্দতি ।
সা নো॑ মং॒দ্রেষ॒মূর্জং॒ দুহা॑না ধে॒নুর্বাগ॒স্মানুপ॒ সুষ্টু॒তৈতু॑ ॥ ১০ ॥

কালরাত্রীং ব্রহ্মস্তুতাং-বৈঁষ্ণবীং স্কংদমাতরম্ ।
সরস্বতীমদিতিং দক্ষদুহিতরং নমামঃ পাবনাং শিবাম্ ॥ ১১ ॥

মহালক্ষ্ম্যৈ চ বিদ্মহে সর্বশক্ত্য়ৈ চ ধীমহি ।
তন্নো দেবী প্রচোদয়াত্ ॥ ১২ ॥

অদিতির্​হ্যজনিষ্ট দক্ষ যা দুহিতা তব ।
তাং দেবা অন্বজায়ংত ভদ্রা অমৃতবংধবঃ ॥ ১৩ ॥

কামো যোনিঃ কমলা বজ্রপাণি-
র্গুহা হসা মাতরিশ্বাভ্রমিংদ্রঃ ।
পুনর্গুহা সকলা মাযয়া চ
পুরূচ্য়ৈষা বিশ্বমাতাদিবিদ্যোম্ ॥ ১৪ ॥

এষাঽঽত্মশক্তিঃ ।
এষা বিশ্বমোহিনী ।
পাশাংকুশধনুর্বাণধরা ।
এষা শ্রীমহাবিদ্যা ।
য এবং-বেঁদ স শোকং তরতি ॥ ১৫ ॥

নমস্তে অস্তু ভগবতি মাতরস্মান্পাহি সর্বতঃ ॥ ১৬ ॥

সৈষাষ্টৌ বসবঃ ।
সৈষৈকাদশ রুদ্রাঃ ।
সৈষা দ্বাদশাদিত্য়াঃ ।
সৈষা বিশ্বেদেবাঃ সোমপা অসোমপাশ্চ ।
সৈষা যাতুধানা অসুরা রক্ষাংসি পিশাচা যক্ষা সিদ্ধাঃ ।
সৈষা সত্ত্বরজস্তমাংসি ।
সৈষা ব্রহ্মবিষ্ণুরুদ্ররূপিণী ।
সৈষা প্রজাপতীংদ্রমনবঃ ।
সৈষা গ্রহনক্ষত্রজ্য়োতীংষি । কলাকাষ্ঠাদিকালরূপিণী
তামহং প্রণৌমি নিত্যম্ ।
পাপাপহারিণীং দেবীং ভুক্তিমুক্তিপ্রদায়িনীম্ ।
অনংতাং-বিঁজয়াং শুদ্ধাং শরণ্য়াং শিবদাং শিবাম্ ॥১৭

বিযদীকারসং​য়ুঁক্তং-বীঁতিহোত্রসমন্বিতম্ ।
অর্ধেংদুলসিতং দেব্যা বীজং সর্বার্থসাধকম্ ॥ ১৮ ॥

এবমেকাক্ষরং ব্রহ্ম যতয়ঃ শুদ্ধচেতসঃ ।
ধ্যায়ংতি পরমানংদময়া জ্ঞানাংবুরাশয়ঃ ॥ ১৯ ॥

বাঙ্মায়া ব্রহ্মসূস্তস্মাত্ ষষ্ঠং-বঁক্ত্রসমন্বিতম্ ।
সূর্য়োঽবামশ্রোত্রবিংদুসং​য়ুঁক্তষ্টাত্তৃতীযকঃ ।
নারাযণেন সম্মিশ্রো বায়ুশ্চাধরয়ুক্ততঃ ।
বিচ্চে নবার্ণকোঽর্ণঃ স্য়ান্মহদানংদদাযকঃ ॥ ২০ ॥

হৃত্পুংডরীকমধ্যস্থাং প্রাতঃসূর্যসমপ্রভাম্ ।
পাশাংকুশধরাং সৌম্য়াং-বঁরদাভযহস্তকাম্ ।
ত্রিনেত্রাং রক্তবসনাং ভক্তকামদুঘাং ভজে ॥ ২১ ॥

নমামি ত্বাং মহাদেবীং মহাভযবিনাশিনীম্ ।
মহাদুর্গপ্রশমনীং মহাকারুণ্যরূপিণীম্ ॥ ২২ ॥

যস্যাঃ স্বরূপং ব্রহ্মাদয়ো ন জানংতি তস্মাদুচ্যতে অজ্ঞেয়া ।
যস্যা অংতো ন লভ্যতে তস্মাদুচ্যতে অনংতা ।
যস্যা লক্ষ্য়ং নোপলক্ষ্যতে তস্মাদুচ্যতে অলক্ষ্য়া ।
যস্যা জননং নোপলভ্যতে তস্মাদুচ্যতে অজা ।
একৈব সর্বত্র বর্ততে তস্মাদুচ্যতে একা ।
একৈব বিশ্বরূপিণী তস্মাদুচ্যতে নৈকা ।
অত এবোচ্যতে অজ্ঞেয়ানংতালক্ষ্য়াজৈকা নৈকেতি ॥ ২৩ ॥

মংত্রাণাং মাতৃকা দেবী শব্দানাং জ্ঞানরূপিণী ।
জ্ঞানানাং চিন্ময়াতীতা শূন্যানাং শূন্যসাক্ষিণী ।
যস্যাঃ পরতরং নাস্তি সৈষা দুর্গা প্রকীর্তিতা ॥ 24 ॥

তাং দুর্গাং দুর্গমাং দেবীং দুরাচারবিঘাতিনীম্ ।
নমামি ভবভীতোঽহং সংসারার্ণবতারিণীম্ ॥ ২৫ ॥

ইদমথর্বশীর্​ষং-য়োঁঽধীতে স পংচাথর্বশীর্​ষজপফলমাপ্নোতি ।
ইদমথর্বশীর্​ষমজ্ঞাত্বা যোঽর্চাং স্থাপয়তি ।
শতলক্ষং প্রজপ্ত্বাঽপি সোঽর্চাসিদ্ধিং ন বিংদতি ।
শতমষ্টোত্তরং চাস্য পুরশ্চর্য়াবিধিঃ স্মৃতঃ ।
দশবারং পঠেদ্যস্তু সদ্যঃ পাপৈঃ প্রমুচ্যতে ।
মহাদুর্গাণি তরতি মহাদেব্যাঃ প্রসাদতঃ ।। ২৬ ॥

সাযমধীয়ানো দিবসকৃতং পাপং নাশয়তি ।
প্রাতরধীয়ানো রাত্রিকৃতং পাপং নাশয়তি ।
সায়ং প্রাতঃ প্রয়ুংজানো অপাপো ভবতি ।
নিশীথে তুরীয়সংধ্যায়াং জপ্ত্বা বাক্সিদ্ধির্ভবতি ।
নূতনায়াং প্রতিমায়াং জপ্ত্বা দেবতাসান্নিধ্য়ং ভবতি ।
প্রাণপ্রতিষ্ঠায়াং জপ্ত্বা প্রাণানাং প্রতিষ্ঠা ভবতি ।
ভৌমাশ্বিন্য়াং মহাদেবীসন্নিধৌ জপ্ত্বা মহামৃত্য়ুং তরতি
স মহামৃত্য়ুং তরতি ।
য এবং-বেঁদ ।
ইত্য়ুপনিষত্ ॥ ২৭ ॥

।। ইতি দেব্যথর্বশীর্​ষম্ ।।

দেবীকে প্রশ্ন: সমস্ত দেবতারা দেবী (মহাদেবী)-কে জিজ্ঞাসা করেন, “আপনি কে?”।
দেবী উত্তর দেন: দেবী উত্তর দেন, “আমি ব্রহ্মস্বরূপিণী, আমার থেকেই প্রকৃতি ও পুরুষাত্মক জগৎ সৃষ্টি হয়েছে, আমি শূন্য ও অশূন্য, আমিই জ্ঞান ও অজ্ঞানের কারণ”।
গুরুত্ব: এটি মহাদেবীর মহিমা বর্ণনা করে এবং শক্তিপূজার একটি প্রধান অংশ।
পাঠের ফল: সকাল-সন্ধ্যা পাঠ করলে পাপ নাশ হয়, মধ্যরাতে পাঠ করলে  সিদ্ধি লাভ হয় এবং অমৃতসিদ্ধি যোগে পাঠ করলে মহাপাপ থেকেও মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।

Previous Post

হাওড়ার তরুনী ডাক্তারের লাভ জিহাদে ফাঁসার খবর সামনে আসতেই লক্ষ্ণৌ মেডিকেল কলেজের ডাক্তার রমিজউদ্দিনের লাভ জিহাদ চক্রের নতুন কাহিনী উন্মোচন 

Next Post

কর্ণাটকের চিত্রদুর্গায় যাত্রীবাহী বাসে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে ১৭ জনের মৃত্যু

Next Post
কর্ণাটকের চিত্রদুর্গায় যাত্রীবাহী বাসে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে ১৭ জনের মৃত্যু

কর্ণাটকের চিত্রদুর্গায় যাত্রীবাহী বাসে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে ১৭ জনের মৃত্যু

No Result
View All Result

Recent Posts

  • রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ কোটি ২০ লাখ টাকায় কেনার পর মঙ্গেশ যাদবের ঘোর কাটছে না 
  • মাত্র একটা ইঞ্জেকশনেই রোগ নির্মুল ! ভাতার হাইস্কুলে “অর্শ নির্মূল শিবির”-এ রোগীদের ভিড়ে ঠাসা 
  • কর্ণাটকের চিত্রদুর্গায় যাত্রীবাহী বাসে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে ১৭ জনের মৃত্যু
  • শ্রী দেব্যথর্বশীর্ষম্ : মহাদেবীর এই স্তোত্র পাঠে পাপনাশ ও মোক্ষলাভ হয়
  • হাওড়ার তরুনী ডাক্তারের লাভ জিহাদে ফাঁসার খবর সামনে আসতেই লক্ষ্ণৌ মেডিকেল কলেজের ডাক্তার রমিজউদ্দিনের লাভ জিহাদ চক্রের নতুন কাহিনী উন্মোচন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.