এইদিন ওয়েবডেস্ক,নওগাঁ,২৪ ডিসেম্বর : আজ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ । কিন্তু এক সময় অখন্ড ভারতের এই অংশটি যে হিন্দুদের পুণ্যভূমি ছিল তার ভুরি ভুরি প্রমান আছে । ফের একবার এমনই একই প্রমান উঠে এল বাংলাদেশের নওগাঁয় । এই জেলার ধামইরহাট উপজেলায় দিঘি খননের সময় এমন একটি দুষ্প্রাপ্য সুপ্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে,যেটির বয়স অখন্ড ভারতে ইসলামি হানাদাররা আসার সময়কালের থেকেও বহু প্রাচীন বলে মনে করা হচ্ছে । তবে মুর্তিটি খন্ডিত অবস্থায় পাওয়া গেছে৷ খবর পেয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি মুর্তিটি উদ্ধার করে নিয়ে যায়৷ গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে বিজিবি মুর্তিটি উদ্ধার করে ।
বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সীমান্ত পিলার ২৫৯ এমপি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নলপুকুর বুড়োল দিঘি এলাকায় স্থানীয় লোকজন দিঘি খননের সময় একটি প্রাচীণ বিষ্ণুমূর্তি দেখতে পায় । বিষয়টি জানতে পেরে ৬ সদস্যের একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দিঘি থেকে মূর্তিটি উদ্ধার করে।
পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সুবেদার মহম্মদ তহুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা মূর্তিটি উদ্ধার করেন। এর আগে দিঘি খনন করার সময়ে মূর্তিটি নজরে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি মূর্তিটি উদ্ধার করেছেন।মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা বলে তিনি জানান৷।

