এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ সেপ্টেম্বর : মিজোরামের অনূর্ধ্ব-১৯ দলের কোচ তথা বাংলার বাঁহাতি প্রাক্তন স্পিনার মুর্তাজা লোধগারের(৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল । বিনু মানকড় ট্রফি(Vinoo Mankad Trophy) খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল দল । সেই কারনে তিনি দলের সঙ্গে ওড়িশায় বিশাখাপত্তনমে ছিলেন । বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা প্রধান অভিষেক ডালমিয়া জানান, শুক্রবার রাতে খাওয়া দাওয়ার পর দলের ফিজিয়োর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন লোধগার । সেই সময় তিনি বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করেন । রাস্তার মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় লুটিয়ে পড়েন । ফিজিও ও দলের অনান্য সদস্যরা তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
রঞ্জিতে বাংলার হয়ে ন’টি ম্যাচ খেলেছেন মুর্তাজা লোধগারের । মোট ৩৪টি উইকেট নিয়েছেন । বাংলা ক্রিকেট মহলে তিনি ‘মূর্তু ভাই’ নামেই পরিচিত ছিলেন । সিএবি-র প্রধান অভিষেক ডালমিয়া বলেন, ‘মূর্তু ভাই যে নেই,আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না । উনি প্রথম বিভাগ ক্লাব রাজস্থান এসসি -র অন্যতম স্তম্ভ ছিলেন । এছাড়া মহিলা ক্রিকেট দলের সঙ্গেও যুক্ত ছিলেন । ওনার মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হয়ে গেল।’
শনিবার ওড়িশার ভাইজাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন লোধগারের পরিবারের সদস্যরা । পরিবার যাতে মুর্তাজা লোধগারের অন্ত্যেষ্টিক্রিয়া শহরেই করতে পারে তার জন্য ব্যাবস্থা করছে বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন ।।