এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ ডিসেম্বর : ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দিপু দাশকে নির্মমভাবে পিটিয়ে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ হাই-কমিশনে বিক্ষোভ অভিযান করেছিল হিন্দু সংগঠনগুলি৷ বিক্ষোভে প্রচুর সাধুসন্ত ও মহিলাও ছিলেন৷ কিন্তু মিছিলটি বাগবাজারে আসতেই মিছিলে অংশগ্রহণকারীরের উপর নির্মমভাবে লাঠিচার্জের অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে৷ গুরুতর আহত এক মহিলা ও এক সাধুসহ কয়েকজনকে একটি বেসরকারি হাসপাতাল ভর্তি রেখে চিকিৎসা চলছে ৷ সন্ধ্যায় আহতদের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে৷ তিনি মন্তব্য করেছেন,’বাংলাদেশে মহম্মদ ইউনূস যে কাজ করছে এখানে মনোজ ভার্মাকে দিয়ে সেই একই কাজ করাচ্ছে মমতা ব্যানার্জি৷’
হাসপাতালের গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছেন,’কোনো প্রভোকেশন ছিল? একদম গেরুয়া পোশাক আর গেরুয়া পতাকা নিয়ে মিছিল করা হয়েছিল। মমতা ব্যানার্জির নির্দেশে মারা হয়েছে । হিন্দু বলে মারা হয়েছে । ওখানে ইউনূস যে কাজ করছে এখানে মনোজ ভার্মাকে দিয়ে সেই একই কাজ করানো হচ্ছে।’ তিনি বলেন, ‘সন্ন্যাসীদের পর্যন্ত ভীষণভাবে মেরেছে । হিন্দু বিরোধী সরকার । আর মমতা পুলিশকে লেলিয়ে দিয়ে এই কাজ করেছে। এর ফল ভুগতে হবে ।’
শুভেন্দু অধিকারীর কথায়,’আজকের কর্মসূচি ছিল রাজনৈতিক । আমরা যারা রাজনীতির লোক কেউ ছিলাম না । হিন্দু সমাজের ভাই-বোন, সাধুসন্তরা এই কর্মসূচির অর্গানাইজ করেছিলেন । কিন্তু এদের নৃশংসতা এবং হিন্দু বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ আজকে ঘটেছে । তারা যদি জমায়েত সরিয়ে দিতে চাইত তাহলে জলকামান ব্যবহার করতে পারত ।’ পাশাপাশি তিনি এটাও জানান যে লাঠিচার্জ করা পুলিশকর্মীদের পরিচয় প্রকাশ্যে আনা হবে । তিনি বলেন,আর যে পুলিশগুলো মেরেছে তাদের পরিচয় আমরা বের করব৷ নামের তালিকা ও প্রকাশ করব । এরা যাতে হিন্দু সমাজে ঘৃণিত হয় তার ব্যবস্থাও আমরা করব ।’
আজ বাংলাদেশ হাই-কমিশনে বিক্ষোভ অভিযানে অংশগ্রহণকারী বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে বাগবাজার থানার পুলিশ । তাদের প্রত্যেককে দলীয়ভাবে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ।।

