এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,২৩ ডিসেম্বর : ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড়ের মাঝেও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা অব্যাহত রয়েছে । এবারে সোমবার রাতে চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি হিন্দু পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার ঘটনা ঘটেছে । উপজেলার সুলতানপুর ইউনিয়নের পশ্চিম বণিক পাড়ায় জয়ন্তী সংঘের প্রবাসী সদস্য বাবু শুকুশীলের বাড়িতে এই ঘটনা ঘটে । যদিও সৌভাগ্যক্রমে পরিবারের সদস্যরা ঘরের বেড়া কেটে বের হয়ে প্রাণে রক্ষা পান । কিন্তু বাড়ির টাকাপয়সা, পোশাক ও আসবাবপত্র ভস্মীভূত হয়ে গেছে৷ এমনকি পরিবারের গবাদি পশুগুলো জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে ৷ বর্তমানে গৃহহীন পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর বাড়ির আশপাশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে হুমকিমূলক ব্যানার টাঙানো থাকতে দেখা যায়, যা ঘটনাটিকে পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা বলে সন্দেহ জোরালো করেছে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগ ও হুমকির সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, একের পর এক এমন হামলা সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতাকে আরও গভীর করছে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। মানবাধিকারকর্মীরাও এই ঘটনাকে সাম্প্রদায়িক সন্ত্রাসের নতুন নজির হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।।

