এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৩ ডিসেম্বর : বাংলাদেশের “জুলাই আন্দোলন”-এর নামে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে সরিয়ে ইসলামি জঙ্গিবাদের অভ্যুত্থান ঘটেছিল । সেই সময় বহু সাংবাদিক ও সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা না জেনে বুঝে জঙ্গিদের সমর্থন করেন । অনেক হিন্দুও সামিল হয়েছিল তাতে । কিন্তু তারা আজ হাড়েহাড়ে টের পাচ্ছেন যে কি ভুলটাই তারা করে ফেলেছেন । কারন মহম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে এখন চুড়ান্ত নৈরাজ্য চলছে । কারোরই জানমালের কোনো নিরাপত্তা নেই । তাদের মধ্যে অন্যতম হলেন “জুলাই আন্দোলন”-কে সমর্থন করা নাজনীন মুন্নি (Naznin Munni) নামে একজন সাংবাদিক । গত বছর কথিত জুলাই আন্দোলন”-এর সময় তিনি জিহাদিদের কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনাকে উৎখাত করার ডাক দিয়েছিলেন । এখন সেই জিহাদিরাই তার বাড়িতে এসে হুমকি দিয়ে বলে গেছে, “হয় সাংবাকতা ছেড়ে দে,নচেৎ আমরা তোকে গনধর্ষণ করে মেরে দেবো ।”
আজ মঙ্গলবার ওই সাংবাদিক তার ফেসবুক পেজে লিখেছেন,”আমর অফিসে এসে ৭/৮ জন হুমকি দিয়ে গেছে চাকরী না ছাড়লে অফিস প্রথম আলো – ডেইলী স্টারের মতো আগুন ধরিয়ে দিবে.. আমি কার কাছে নিরাপত্তা চাইবো বলেন তো …”। তবে তিনি যৌন নির্যাতনের হুমকির কথা ওই পোস্টে উল্লেখ করেননি । এদিকে তাকে সহানুভূতি দেখানোর পরিবর্তে অধিকাংশ মানুষ এখন তার পূর্বের মানসিকতা নিয়ে কটাক্ষ করছেন ।
সহিদুল হাসান খোকন নামে একজন এক্স ব্যবহারকারী সাংবাদিকের পোস্টের স্ক্রীন শর্ট শেয়ার করে লিখেছেন,”নাজনীন মুন্নি বাংলাদেশের সাংবাদিকতার একজন সুপরিচিত মুখ। ৫ আগস্ট, ২০২৪ সালের আগে এবং পরে, তিনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি বিভিন্ন ছাত্র কর্মসূচিতে সামনের সারিতে বসে প্রকাশ্যে তাদের প্রশংসা করতেন। আজ, একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন: “বৈষম্য বিরোধী আন্দোলনের মহানগর কমিটির নাম ব্যবহার করে, ৭-৮ জন লোক আমার অফিসে এসে আমাকে হুমকি দিয়েছে—বলেছে যে যদি আমি চাকরি না ছাড়ি, তাহলে তারা প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের মতো আমার অফিসে আগুন ধরিয়ে দেবে। বলুন, আমি কার কাছে নিরাপত্তা চাইব?”
তিনি আরও লিখেছেন,এটাই বাংলাদেশের আসল গল্প। ‘জুলাই বিপ্লব’-এর নামে বাংলাদেশে যা ঘটেছিল তা কেবল একটি জঙ্গি হামলা ছিল। ফলস্বরূপ, সকল পেশার মানুষ এখন অনিরাপদ। সম্মুখ সারিতে কাজ করা নারীদের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে – এটি সেই বাস্তবতার আরও একটি স্পষ্ট লক্ষণ।
নাজনীন মুন্নি নামে ওই সাংবাদিকের ফেসবুক প্রোফাইল অনুযায়ী, তিনি গ্লোবাল টিভি বাংলাদেশ ও ডিবিসিএন নিউজ ডট টিভির সাংবাদিক । তার পোস্টের কমেন্ট সেকশনে জিসান মোস্তাফা নামে একজন লিখেছেন,’ব্যাপার না আপা, এইটাকে নতুন স্বাধীনতার সুফল বলে নিজেকে শান্তনা দিন।বান্দরকে তো মাথায় উঠালে থাপ্পড় দিবেই!’
সঈদ সাফয়া সজিব লিখেছেন,’আহারে!রক্ষা হয়েও হইলোনা রে আপা!শেখ হাসিনা,আওয়ামীলীগ রে আরো জোরশে গাইল্লান!’ মেহেদি হাসান জিসম লিখেছেন,’লাল বদরদের দোসর তুমি সমস্যা নেই ।’।

