এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,১৮ সেপ্টেম্বর : চলতি বছরে প্রায় ২ লাখ কোটি টাকার সম্পত্তি কমেছে চীনা ধনকুবের কলিন হুয়াং ওরফে হুয়াং জেংয়ের (Colin Huang or Huang Zheng) কোম্পানীর । চীনের সর্ববৃহৎ ই-কমার্স সংস্থা পিনডুয়োডুয়ো করপোরেশনের (pinduoduo Corporation) প্রতিষ্ঠাতা হলেন কলিন হুয়াং । চলতি বছরে বিশ্বের যে সমস্ত ধনকুবেরদের সম্পত্তি দ্রুত হারে হ্রাস হয়েছে তাঁদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন চীনের এই ধনকুবের । তাঁর সম্পত্তি হ্রাসের পরিমান ১.৯৯ লাখ কোটি টাকা ৷ পিনডুয়োডুয়ো করপোরেশনের এই বিপুল পরিবার সম্পদের হ্রাসের পিছনে দেশের ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের বৈষম্যের অবসান ঘটাতে ধনকুবেরদের প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কঠোরতার ফল বলে বলে মনে করা হচ্ছে ।
চীনের ক্রমবর্ধমান আর্থিক বৈষম্য কমিউনিস্ট পার্টির শাসনের বৈধতাকে কার্যত চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে । তাই নিজের সর্বহারা বা প্রলেতারিয়েতদের (Proletariat) হিতৈষী প্রমান করতে “সবার জন্য সমৃদ্ধি” র (common prosperity) ডাক দিয়েছিলেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং । তারপর থেকেই ধনকুবেরদের উপর কঠোরতা দেখাতে শুরু করে দিয়েছে চীনা সরকার । চীন বেশিরভাগ সেই সমস্ত ধনকুবেরদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাচ্ছে যারা মূলত ইন্টারনেটভিত্তিক কোম্পানি থেকে তাদের সম্পদ উপার্জন করেছে ।
আর সরকারের এই কঠোরতার ফলে সব থেকে বেশি ক্ষতি হয়েছে পিনডুয়োডুয়ো করপোরেশনের ।২০১৫ সালে গঠিত এই কোম্পানিতে হুয়াংয়ের অংশীদারী রয়েছে ২৮ শতাংশ । বার্ষিক ৭৮.৮০ কোটি মানুষ পিনডুয়োডুয়োতে সক্রিয় থাকে । চলতি বছরে এই কোম্পানীর শেয়ার সব থেকে নিচে নেমে গেছে ।
সম্প্রতি সামাজিক কল্যাণমূলক কাজে ব্যয় বরাদ্দ করতে শুরু করেছিল কলিন হুয়াংয়ের এই কোম্পানী । দেশের কৃষি ক্ষেত্রের উন্নয়নে ১১ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল পিনডুয়োডুয়ো । গত বছরেও সামাজিক কল্যাণমূলক কাজের জন্য বিভিন্ন সংস্থাকে কোম্পানীর তরফ থেকে প্রায় ১৭,৭০০ কোটি টাকা দেওয়া হয়েছিল । উল্লেখ্য, চলতি বর্ষে বিশ্বের যে সমস্ত ধনকুবেরদের সম্পত্তি হ্রাস হয়েছে তাঁদের ১০ জনের মধ্যে ৬ জন চীনের । আর ওই ৬ জনের তালিকায় রয়েছেন ‘নোংফু স্প্রিংয়ের’ মালিক হুয়াং শাংশাং ও টেনসেন্ট (Tencent) কোম্পানীর প্রতিষ্ঠাতা মা হুয়াটেং বা পনি মা । ধনকুবেরদের প্রতি চীন সরকারের কঠোর মনোভাবের কারনেই তাঁদের দ্রুত সম্পদ হ্রাসকে প্রধান কারন বলে মনে করা হচ্ছে ।।