এইদিন ওয়েবডেস্ক,উত্তরপ্রদেশ,২১ ডিসেম্বর : খুনের মামলায় ওয়ান্টেড সিরাজ আহমেদ নামে এক আসামিকে এনকাউন্টারে খতম করে ইউপি পুলিশ বললো : “ভয়ের যাত্রা শেষ” । আজ রবিবার ভোর রাতে সাহারানপুর জেলার গাঙ্গোহ থানা এলাকায় এই এনকাউন্ডারটি হয়েছে বলে জানিয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে, সিরাজ আহমেদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার থানায় খুন, খুনের চেষ্টা এবং জাতীয় নিরাপত্তা আইন (NSA) সহ গুরুতর অভিযোগে ২৮টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে । তার উপর ১,০০,০০০ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।
উত্তরপ্রদেশ পুলিশের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে ২০/২১ ডিসেম্বর রাতে সিরাজ আহমেদকে ধরার জন্য সাহারানপুর জেলার গাঙ্গোহ থানা এলাকায় একটি অভিযান চালায় ইউপির স্পেশাল টাস্ক ফোর্স (STF) । পুলিশ তাকে ঘিরে ফেলে আত্মসমর্পণের জন্য বললে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় এসটিএফ । এনকাউন্টারে অভিযুক্ত গুরুতর আহত হয় এবং তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু যেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানিয়েছে,অভিযুক্তের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি ৩০ বোর এবং ৩২ বোরের পিস্তল, প্রচুর পরিমাণে তাজা এবং খালি কার্তুজ, চারটি মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।।

