এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২০ ডিসেম্বর : বাংলাদেশ থেকে আতঙ্কিত করে দেওয়ার মত খবর সামনে আসছে । যা শুধু বাংলাদেশের হিন্দুদের জন্যই নয়, বরঞ্চ ভারতসহ সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য বিপদ সঙ্কেত । আজ শনিবার ওসমান হাদির “জানাজায়” অংশ নেওয়ার পর “নারা-ই- তাকবীর” শ্লোগান দিতে দিতে জাতীয় সংসদ ভবনের হামলা চালিয়ে দেদার লুটপাট করেছে উগ্র ইসলামপন্থী জনতা । বর্তমানে কয়েক হাজার মানুষ সংসদ ভবন ঘিরে রেখেছে, তার সাথে সমানে চলছে লুটপাট । তাদের দাবি গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন নয়,বরঞ্চ দেশে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে দেশে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন ব্লিটজ পত্রিকার সম্পাদক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী । এই বিষয়ে তিনি এক্স-এ লিখেছেন,’ বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র গভীরভাবে স্থবির। ইসলামপন্থী এবং জিহাদিরা দেশের সর্বোচ্চ নেতা মুহাম্মদ ইউনূসকে নিয়ে খেলাফতে পরিণত করার চেষ্টা করছে। ২০ ডিসেম্বর জিহাদিদের জাতীয় সংসদ ভবনে হামলা চালাতে দেখা যাচ্ছে।’
এদিকে এই ঘটনায় সবচেয়ে বেশি আতঙ্কিত হতে দেখা যাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের । তাদের কেউ কেউ বলছেন,আজ যদি জাতীয় সংসদে আক্রমণ করা হয়, তাহলে আগামীকাল সাধারণ হিন্দু নাগরিকদের স্বাধীনতার উপর আক্রমণ করা হবে। এটি ধর্মীয় বিশ্বাসের প্রদর্শন নয়, বরং উগ্র মতাদর্শের সহিংস প্রদর্শন, যা সময়মতো বন্ধ করতে না পারলে সমগ্র এশিয়ার জন্য বিপজ্জনক প্রমানিত হবে। এই বিষয়ে ভারতের নীরব অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে । কেউ কেউ বলছেন, নীরবতা এবং নম্রতা কেবল এই ধরণের উপাদানগুলিকে শক্তিশালী করে। গণতান্ত্রিকভাবে নয়, বরং কঠোর পদক্ষেপের মাধ্যমে এই কট্টরপন্থাকে রুখতে হবে বলে তারা মনে করছেন ।।

