এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২০ ডিসেম্বর : আজ শনিবার নদিয়া জেলার রানাঘাট বিধানসভার তাহেরপুর নেতাজি পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পরিবর্তন সংকল্প’ জনসভা ছিল৷ ওই সভায় যোগ দিতে এসেছিল পার্শ্ববর্তী মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা এলাকার বেশ কিছু বিজেপি কর্মী৷ তাদের মধ্যে কয়েকজন রেললাইনের ধারে শৌচকর্ম করতে গেলে ট্রেনের ধাক্কায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয় । মৃত রামপ্রসাদ ঘোষ,মুক্তিপদ সুত্রধর ও গোপীনাথ দাস বড়ঞা ব্লকের সবলদহ ও মসড্ডা এলাকার বাসিন্দা । একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । এই মর্মান্তিক ঘটনায় গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।
এদিকে এই শোকের আবহেও মৃত্যু নিয়েও “ঘৃণ্য রাজনীতি” করতে দেখা গেলো কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে । তিন বিজেপি কর্মীর মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশের পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে আক্রমণ করেছেন তিনি । রেল লাইনের ধারে পড়ে থাকা তিন বিজেপি কর্মীর দেহের ছবি এক্স-এ পোস্ট করে মহুয়া লিখেছেন,’নরেন্দ্র মোদীর অহংকারের বেদিতে চাপা পড়ে গেল ভয়াবহ ট্র্যাজেডি । আজ রানাঘাটে প্রধানমন্ত্রীর সমাবেশের জন্য সুদূর মুর্শিদাবাদ থেকে বিজেপি ফর ইন্ডিয়ার সমর্থকদের আনা হয়েছে। রেললাইনের পাশে সমাবেশ । প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তাহেরপুরের কাছে ৩১৮১৪ নম্বর লোকাল ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হন। বিজেপি ব্লাক আউট উপেক্ষা করে, সমাবেশ চালিয়ে যায় ।’
জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পরিবর্তন সংকল্প’ জনসভায় যোগ দিতে আজ ভোরে বড়ঞা থানা এলাকা থেকে ১০ টি বাসে বিজেপি কর্মীরা তাহেরপুর নেতাজি পার্কে এসেছিলেন ৷ তারা যখন বাড়ি থেকে বের হন তখন অনেকে শৌচকর্মও করার সুযোগ পাননি । যেকারণে কয়েকজন মিলে তাহেরপুরে হাওড়া-মুর্শিদাবাদ লাইনের পাশে শৌচকর্ম সারছিলেন। সেই সময় আপ ৩১৮১৪ লোকাল ট্রেনটি চলে আসে এবং চারজনের কারোর মাথায়, কারোর বুকে ট্রেনের যন্ত্রাংশ আঘাত করে । ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় । একজন গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় । মৃত গোপীনাথ দাসের দাদা অশোক দাস কাঁদতে কাঁদতে বলেন,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার ভাই খুব ভালোবাসতো । তাই একবার চোখের দেখা দেখতে তাহেরপুরে গিয়েছিল । কিন্তু এতবড় সর্বনাশ হয়ে গেল আমাদের ।’
জানা গেছে,হতাহতরা সকলেই প্রান্তিক কৃষক । এখনো মাঠ থেকে আমন ধান ওঠেনি । কারো কারোর পরিবারে অন্য পুরুষ সদস্যও নেই যে তারা কৃষিকাজ দেখাশোনা করবে৷ ফলে পরিবারের মহিলারা চরম বিপাকে পড়ে গেছেন। এদিকে সভা শেষে শক্তিনগর জেলা হাসপাতালে মৃতদের শ্রদ্ধা জানাতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই ভিডিও শেয়ার করে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শক্তিনগর জেলা হাসপাতালে নদিয়ার তাহেরপুরে ট্রেন দুর্ঘটনায় মৃত মুর্শিদাবাদের তিন বিজেপি পরিবারের সদস্য শ্রী রামপ্রসাদ ঘোষ, শ্রী মুক্তিপদ সুত্রধর ও শ্রী গোপীনাথ দাস মহোদয়ের পার্থিব শরীরে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে ওনাদের বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করলাম। এই কঠিন পরিস্থিতিতে মৃত তিন বিজেপি কার্যকর্তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি, প্রত্যেক পরিবারের পাশে থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছি।’।

