এইদিন বিনোদন ডেস্ক,২০ ডিসেম্বর : আজ শনিবার হায়দ্রাবাদে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং তেলেঙ্গানা বিজেপি সভাপতি এন রামচন্দ্র রাওয়ের উপস্থিতিতে জনপ্রিয় তেলেগু অভিনেত্রী আমানী ভারতীয় জনতা পার্টিতে(বিজেপি) যোগদান করেছেন।বিজেপি সূত্র জানিয়েছে যে আমানির সাথে বিখ্যাত মেকআপ শিল্পী শোভা লতাও গেরুয়া দলে যোগ দিয়েছেন।
নব্বইয়ের দশকের একজন জনপ্রিয় প্রধান অভিনেত্রী আমানি, কমল হাসান, নাগার্জুন আক্কিনেনি, বালাকৃষ্ণ এবং জগপতি বাবু সহ অনেক শীর্ষ অভিনেতার সাথে প্রধান নারী চরিত্র হিসাবে অভিনয় করেছেন। আমানির কিছু বিশিষ্ট চলচ্চিত্রের মধ্যে রয়েছে শুভ সংকল্পম, শুভ লগনাম, মিস্টার পেলাম, ঘরানা বুলোডু এবং হ্যালো ব্রাদার।
চলচ্চিত্রের পাশাপাশি তিনি টেলিভিশন ধারাবাহিকেও সক্রিয় । তাঁর যোগদান তেলেঙ্গানায় বিজেপিকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে ।।

