এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম,০২ ডিসেম্বর ঃ বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটল কেতুগ্রাম ব্লকের শ্রীগ্রামে ৷ মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার পর উভয় পক্ষের পাঁচজনকে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ । ধৃতদের নাম মানব ঘোষ, নওশাদ শেখ, জিয়ারুল সেখ, সেলিম শেখ এবং মোসলেম শেখ । এদের মধ্যে প্রথম তিনজন বিজেপির ও বাকি দু’জন তৃনমুলের কর্মী বলে জানা গেছে । বুধবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে প্রথম তিনজনকে এক দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয় ৷ বাকি দু’জনের জামিন মঞ্জুর করেন বিচারক ৷
বিজেপির পুর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য কেতুগ্রামের বাসিন্দা মথুরা ঘোষের অভিযোগ, ‘বৃহস্পতিবার এলাকায় আমরা একটা র্যালি করব বলে ঠিক করেছি । এনিয়ে আলোচনার জন্য মঙ্গলবার সন্ধ্যায় শ্রীগ্রামে একটা বৈঠকের আয়োজন করা হয়েছিল । মঙ্গলবার সন্ধ্যায় ওই বৈঠকে যোগ দিতে যখন আমাদের দলের কর্মীরা বাইক নিয়ে শ্রীগ্রামে আসছিল সেই সময় তৃনমুলের গুন্ডাবাহিনী তাদের পথ আটকায় । ব্যাপক মারধর করে ৷ এতে আমাদের ৫ জন কর্মী গুরুতর আহত হয়েছেন। বিষয়টা আমরা পুলিশকে জানিয়েছি ।’
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা বাণীব্রত ঘোষের অভিযোগ, “শ্রীগ্রামে আমরা কয়েকজন মিলে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে আলোচনা করছিলাম । তখন বিজেপির লোকজন বিনা প্ররোচনায় লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর চড়াও হয়ে হামলা করে।”
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শ্রীগ্রামে বিজেপি কর্মী ও তৃণমূল কর্মীরা মুখোমুখি হয়ে পড়ল দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে পুলিশ পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে । দুপক্ষই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই পুলিশ ৫ জনকে গ্রেফতার করে।।