এইদিন ওয়েবডেস্ক,কেরালা,২০ ডিসেম্বর : “লাভ জিহাদ” বলে কিছু নেই । “দ্য কেরালা স্টোরি” অপপ্রচার মূলক ছবি । প্রেমের সম্পর্কে ধর্ম কোনো বাধাই নয় । এমনই ভাবতেন কেরালার( Kerala) এক হিন্দু ধর্মনিরপেক্ষ মেয়ে, আথুল্য অশোকন(Athulya Ashokan) । স্বজাতির বহু মানুষকে তিনি “সাম্প্রদায়িক” তকমাও দিয়েছিলেন । পাশাপাশি চুটিয়ে প্রেম করে যাচ্ছিলেন মুসলিম যুবক রিসাল মনসুর(Risal Mansoor)-এর সঙ্গে ।
ইসলামে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে নিকাহ করার আগে সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় ছিলেন আথুল্য অশোকন । “সাম্প্রদায়িক” হিন্দু যুবকদের “জ্বালা ধরাতে” তিনি প্রায়শই “দ্য কেরালা স্টোরি” সিনেমাটি নিয়ে মজা করতেন এবং তার স্বামীর সাথে রিলস এবং গল্প পোস্ট করে বলতেন, “এটি আমার ভালোবাসা – এটিই আসল দ্য কেরালা স্টোরি৷” তাচ্ছিল্যের সঙ্গে বলতেন ‘লাভ জিহাদ’ বলে কিছু নেই – এই সিনেমাটি অপপ্রচার মূলক এবং মুসলিম সম্প্রদায়কে ছোটো করার জন্য তৈরি করা হয়েছে । আমি নিজের ইচ্ছায় ইসলাম বেছে নিয়েছি – কেউ আমাকে জোর করেনি।
কেরালার সেই ধর্মনিরপেক্ষ তরুনী আথুল্য অশোকন সম্প্রতি সময়ে ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন । এখন তার ইনস্টাগ্রাম স্টোরিজে ভীতিকর বার্তা দেখা যাচ্ছে । তিনি লিখেছেন, “আমার জীবন বিপদের মধ্যে আছে… রিসাল আমাকে হত্যা করতে চায়। আমি পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করেছি – কেউ আমার কথা শুনছে না। আমাকে বাড়িতে বন্দী করে রাখা হচ্ছে। সে আমাকে মারধর করে এবং হত্যার হুমকি দিচ্ছে । যদি আমার কিছু হয়, তাহলে রিসাল মনসুরই দায়ী থাকবে ।”
আথুল্য অশোকনের বর্তমান “ভীতিকর বার্তা”টি এক্স-এ শেয়ার করেছেন অনু ক্রিয়েট ডট ইন (@Imdead_108) । তিনি লিখেছেন,’অনেক পোস্টে দেখা যায়, সে কাঁদছে, দৃশ্যত চরম ভয় পেয়েছে । তার মুখে আঘাতের চিহ্ন রয়েছে। সে রিসালের হুমকি বার্তার স্ক্রিনশটও শেয়ার করেছে। যে মেয়েটি একসময় বলেছিল “লাভ জিহাদ একটা মিথ্যা”, সে এখন তার জীবন ভিক্ষা করছে। অথুল্যা অশোকনের জীবন সত্যিই বিপদের মধ্যে আছে — এবং যদি শীঘ্রই সাহায্য না আসে, তাহলে অনেক দেরি হয়ে যেতে পারে।’ আথুল্য অশোকনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের স্ক্রীন শর্ট অনুযায়ী তার বাড়ি কেরালার কোচিতে । ইন্সটাগ্রামের ফলোয়ার্স ৫৫৬ কে ।।

