এইদিন ওয়েবডেস্ক,নদিয়া,২০ ডিসেম্বর : আজ শনিবার নদিয়া জেলার রানাঘাট বিধানসভার তাহেরপুর নেতাজি পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পরিবর্তন সংকল্প’ জনসভা ছিল৷ কিন্তু ঘন কুয়াশার কারনে দৃশ্যমানতা কম থাকায় তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রীর হেলিকপ্টার । ফলে দমদম বিমানবন্দরে কপ্টারটি ফিরিয়ে আনা হয় । এদিকে তাহেরপুর নেতাজি পার্কে তখন বিপুল সংখ্যক মানুষ প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে জড়ো হয়েছিলেন। যদিও নরেন্দ্র মোদী তাদের হতাশ করেননি৷ ফোনে দেওয়া তার ভাষণ শোনানো হয় । কিন্তু ভাষণ শুনলেও প্রধানমন্ত্রীকে দেখতে না পাওয়ার আক্ষেপ থেকে যায় উপস্থিত জনতার মধ্যে ।
প্রসঙ্গত,তাহেরপুর মতুয়া সম্প্রদায়ের গড় বলে পরিচিত । সকাল থেকেই দেখা যায় প্রবল সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনার ছবি । বিভিন্ন সড়কপথ ধরে ঘন কুয়াশার মধ্যে কাতারে কাতারে মানুষকে তাহেরপুর নেতাজি পার্কের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায় । প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে ভিড় জমে হেলিপ্যাডেও। একটা সময় পর এত ভিড় হয়ে যায়, মানুষ ব্যারিকেড টপকে এগোতে চান। কিন্তু প্রধানমন্ত্রী আসতে না পারায় তাদের হতাশ হতে হয় ।
প্রধানমন্ত্রী তাহেরপুরে উপস্থিত থাকতে না পারায় তাঁর পরিবর্তে উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৩ হাজার ২০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজও শেষ হয়েছে। সেই সড়কের উদ্বোধন করা হল।
পাশাপাশি এদিন কলকাতা বিমানবন্দর থেকেই অডিও বার্তায় প্রধানমন্ত্রী তাহেরপুরে না আসতে পারার জন্য দুঃখপ্রকাশ করেছেন। কলকাতা থেকেই ফোনে ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন। সকলকে শুভেচ্ছা। ক্ষমাপ্রার্থী, আবহাওয়া খারাপ থাাকর কারণে পৌঁছোতে পারিনি।’ ট্রেনে কাটা পড়ে বিজেপি কর্মীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী ।।

