এইদিন ওয়েবডেস্ক,ঝিনাইদহ,১৯ ডিসেম্বর : ময়মনসিংহের ভালুকার পর এবারে ঝিনাইদহে এক হিন্দু ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে আধমরা করে দিল ইসলামি উগ্রবাদীরা । শুক্রবার মুসলিমদের জুম্মার নামাজের পর দুপুর আড়াইটা নাগাদ ঝিনাইদহ পৌরসভার গেটের সামনে গোপাল বিশ্বাস নামে এক হিন্দু যুবককে ভারতীয় গুপ্তচর সন্দেহে নির্মমভাবে পেটায় ইসলামি উগ্রবাদীর দল । তিনি ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রামের বনমালী বিশ্বাসের ছেলে। পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করেছে । ওই হতভাগ্য যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ।
পুলিশ জানায়, আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে পৌরসভার সামনে একটি গার্মেন্টস বিপণিতে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই দোকানের মালিক ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন বলে জানা গেছে।
সেই সময় গোপাল বিশ্বাস ঘটনাস্থলে নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করছিলেন। এতে সন্দেহ হলে উগ্র ইসলামপন্থী জনতা তাকে জিজ্ঞাসাবাদ করে। তিনি নিজেকে রিকশাচালক পরিচয় দেন। পরে তার মোবাইল ফোন পরীক্ষা করে হিন্দি ভাষায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কথোপকথন এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়। এরপর ভারতের গুপ্তচরের সন্দেহে তাকে নির্মমভাবে মারধর করা হয় ।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবক দীর্ঘদিন ভারতে বসবাস করতেন এবং সেখানে তার পরিচিতজন রয়েছে। তবে তিনি প্রকৃতপক্ষে গুপ্তচর কিনা, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু অকারণ যারা তার উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কি কিছু ব্যবস্থা নেওয়া হবে ? যদিও এই প্রশ্ন এড়িয়ে গেছেন ওসি সামসুল আরেফিন ।।
